বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার, সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযানে নেমে আবারও পাচার চক্রে সাফল্য পেলো বন দফতর। পাচারের আগেই শিলিগুড়িতে উদ্ধার জ্যান্ত প্যাঙ্গোলিন। ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তি। রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে এই অভিযানে গ্রেফতার দুষ্কৃতীদের নিয়ে আসা হয় শালুগাড়া রেঞ্জে। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।
আরও পড়ুন: সুন্দরবনের পর্যটন কেন্দ্র কেল্লা! এবার যেতে পারবেন সকলেই! ৩০ বছরের জট কাটলো!
advertisement
বন দফতর সূত্রের খবর, শিলিগুড়িকে করিডর করে পাচার চক্রের ছক কষছে চোরাশিকারিরা। এর আগেও বন দফতরের অভিযানে বেশকিছু দুষ্প্রাপ্য প্রাণীর দেহের বিভিন্ন অঙ্গ পাচারের আগে উদ্ধার করে বন দফতর। সাপের বিষ, বাঘের চামড়া, হরিণ, তক্ষক, হাতির দাঁত সহ একাধিক সামগ্রী উদ্ধার হয়।ঠিক একই ভাবে এদিনের এই অভিযানে এই প্যাঙ্গলিন উদ্ধারে সাফল্য পায় বন দফতর।
আরও পড়ুন:
বন দফতর সূত্রে জানা যায়, এর আগেও ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই বেশ কয়েকদিন ধরেই নজর চলছিল তাদের উপরে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ঠিক সময় মতন মন দফতরের কর্মীরা তাদের পাচার চক্র বানচাল করে। ওই দুজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায়, এই প্যাঙ্গোলিনটিকে শিলিগুড়ি হয়ে নেপাল পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। দুজনকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হচ্ছে।
অনির্বাণ রায়