জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে ওই যুবতী ও পরিবারের সদস্যরা। এরপর রাত দুটো নাগাদ পরিবারের সদস্যরা দেখেন যুবতীর ঘরে নেই। বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করার পর বাড়ির পাশেই পুকুরে যুবতীর মৃতদেহ দেখতে পাওয়া যায়। যুবতির মাথা শুধুমাত্র জলের নীচে ছিল। এই অবস্থায় মৃতদেহ উদ্ধার হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে তাদের সন্দেহ রয়েছে পরিবারের।
advertisement
মৃত ওই মহিলার আত্মীয় জানিয়েছেন, "রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম, আমাদের সেহরী থাকায় রাত ২.৩০ টা নাগাদ ঘুম থেকে উঠি, তখন দেখি যে মেয়ে ঘরে নেই। খোঁজ লাগাতেই আমার ভাই গিয়ে দেখে যে পুকুরের মধ্যে তার মাথা ঢোকানো অবস্থায় পড়ে রয়েছে।" কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে কোনো কিছুই এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না বলে পুলিশ সূত্রের খবর।
আরও পড়ুন: নিজের বাড়িতে আগুন ধরিয়ে, স্ত্রী ও কন্যার সঙ্গে ভয়াবহ কাণ্ড ঘটালেন মদ্যপ ব্যক্তি!
আরও পড়ুন:
খবর পেয়েই রাজগঞ্জ থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য সৌকত আলি বলেন, পুকুর থেকে ওই মেয়েটির যে অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় তাতে মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। তাই পুলিশের কাছে গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানানো হয়েছে।
অনির্বাণ রায়