TRENDING:

Siliguri News: মহিলার ব্যাগে কী ছিল ভাবতেও পারবেন না! যার দাম আড়াই কোটি টাকা!

Last Updated:

Siliguri News: মহিলার ব্যাগ খুলতেই চোখ ছানাবড়া পুলিশের! কী ছিল? জানলে অবাক হবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : আড়াই কোটি  টাকার ব্রাউন সুগার সহ দু'জনকে গ্রেফতার করলো স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । ধৃতরা হল নাসিরুল হক, ও আরিফ শেখ।ধৃত দু'জন মালদার বাসিন্দা বলে জানা গিয়েছে ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ির ক্যানেল রোড এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক দুজনকে আটক করা হয় । তাদের জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই একটি লেডিস হ্যান্ড ব্যাগ থেকে উদ্ধার হয় মাদক।উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় ১ কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার।যার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা ।
advertisement

প্রসঙ্গত, গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফুলবাড়ী ক্যানাল রোড এলাকায় অভিযান চালায় পুলিশ । ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেফতার করে শিলিগুড়ি এসওজি টিম ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সূত্র মারফত জানা যায় দুই যুবক মালদার কালিয়াচক থেকে১ কিলো ৩০০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে এসেছিল।

গোপন সূত্রে সেই খবর পেয়ে এসওজি টিম ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করেছে সেই দুই যুবককে । তাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। আর সেই উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা অভিযুক্ত দুই যুবকের নাম আরিফ শেখ ও নাসিরুল হক দুজনেই মালদার বাসিন্দা। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: মহিলার ব্যাগে কী ছিল ভাবতেও পারবেন না! যার দাম আড়াই কোটি টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল