তৎক্ষণাৎ তারা উদ্ধারের জন্য ঝাপিয়ে পড়ে ওই তিস্তা ক্যানেলে। রাতের অন্ধকারে কোনরকম ভাবে সেখান থেকে তাকে উদ্ধার করে ঐ যুবকেরা। জলে পড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়া ওই যুবতীকে উদ্ধার করে তৎক্ষণাৎ ওই যুবকেরা ফুলবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। এরপর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায়। জানা গেছে ওই যুবতীর বাড়ি শ্রীনগর এলাকায়। যুবতী বয়স আনুমানিক ২৫ ।
advertisement
আরও পড়ুন: নদিয়াকে ভাগ করা যাবে না! শান্তিপুরে বিক্ষোভ মতুয়া সম্প্রদায়ের!
প্রেমে প্রত্যাখ্যান হওয়ায় মানসিক অবসাদে ওই যুবতী আত্মঘাতী হওয়ার চেষ্টা করে বলে ওই যুবতী জানিয়েছিলেন উদ্ধারকারী যুবকদের। এই খবর পেয়ে নার্সিংহোমে পৌছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।ওই যুবতীর পরিবারের সাথে যোগাযোগ করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আপাতত যুবতীর অবস্থা স্থিতিশীল বলে নার্সিং হোম সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনায় উদ্ধার কারি যুবকদেরকে সাধুবাদ জানিয়েছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ওই দাদা এবং ভাইদের জন্যই প্রাণ বেঁচে গেল নিউ জলপাইগুড়ি থানা এলাকার শ্রীনগর কলোনির এই যুবতীর বলেই জানিয়েছে পুলিশ।
অনির্বাণ রায়