TRENDING:

Siliguri News : নদী দূষণ মোকাবিলা এবং দুঃস্থদের সাহায্যের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেলেন পল্লব বিশ্বাস

Last Updated:

Siliguri News : রাষ্ট্রপতি পুরস্কার নিয়ে শহরে ফিরলেন সূর্যসেন কলেজের ছাত্র পল্লব বিশ্বাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : রাষ্ট্রপতি পুরস্কার নিয়ে শহরে ফিরলেন সূর্যসেন কলেজের ছাত্র পল্লব বিশ্বাস। ওই কলেজের এনএসএস-২ 'র এই ছাত্র নদী দূষণ মোকাবিলা ও গরিব ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে কাজ করে চলেছে। এই কাজের উপরই পল্লব রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। এদিন এনজেপি স্টেশনে পৌঁছানোর পর তাঁকে সম্বর্ধনা জানান শহরের সমাজকর্মী মদন ভট্টাচার্য। সমাজসেবার কাজে দৃষ্টান্ত স্থাপন করে রাষ্ট্রপতি পুরষ্কারে ভূষিত হলেন সূর্যসেন মহাবিদ‍্যালয়ের এন এস এস ইউনিটের ছাত্র পল্লব বিশ্বাস। প্রকৃত বাড়ি বালুরঘাট হলেও শিক্ষা গ্রহণ করতে সূর্যসেন মহা বিদ‍্যালয়ে পড়াশোনা শুরু করেন।
advertisement

শিলিগুড়িতে বসবাস করতে করতে এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এন এস এস ইউনিটে যোগদান।পল্লব বিশ্বাস মূলত নদী বাঁচাও ও বেটি পড়াও বেটি বাঁচাও এর প্রতি কাজ করে এই বিশেষ সন্মান।রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্ম হাত থেকে পুরষ্কার নিয়ে আপ্লুত পল্লব জানান সমাজের প্রতি দায় আরো বেরে গেল। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতেই সূর্যসেন মহা বিদ‍্যালয়ের এন এস এস ইউনিট ২ সকল ছাত্র-ছাত্রীরা হুট খোলা জিপে করে ব্যান্ড বাজিয়ে নিয়ে যায়।

advertisement

অন‍্য দিকে এই আনন্দের খবর শোনা মাত্র আরেক সমাজ সেবী তথা তৃণমূলের জেলা সম্পাদক মদন ভট্টাচার্য্য ছুটে জান নিউ জলপাইগুড়ি স্টেশনে।ফুলের তোরা ও মিষ্টি মুখ করিয়ে পল্লবকে জড়িয়ে ধরেন।এর পাশাপাশি তাঁর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সর্বদা তাঁর পাশে থাকর অংগীকার করেন।মদনবাবু জানান পল্লব দেখিয়ে দিলো সমাজের জন‍্য কাজ করলে মনের শান্তি ও এর চেয়ে বড় সন্মান আর হয় না । এছাড়াও পল্লব বলেন যে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার প্রার্থী অনুভূতিটা সত্যিই অন্যরকম ছিল । এটা বলে বোঝানোর মতন নয়। মহানন্দা নদী পরিষ্কার করা থেকে ,আসামের ডিজাস্টার ম্যানেজমেন্ট ,করণার সময় মানুষের হয়ে কাজ করা থেকে শুরু করে অনেক রকম কাজই করেছি তার প্রাপ্তি আজকের এই পুরস্কার ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News : নদী দূষণ মোকাবিলা এবং দুঃস্থদের সাহায্যের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেলেন পল্লব বিশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল