শিলিগুড়িতে বসবাস করতে করতে এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এন এস এস ইউনিটে যোগদান।পল্লব বিশ্বাস মূলত নদী বাঁচাও ও বেটি পড়াও বেটি বাঁচাও এর প্রতি কাজ করে এই বিশেষ সন্মান।রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্ম হাত থেকে পুরষ্কার নিয়ে আপ্লুত পল্লব জানান সমাজের প্রতি দায় আরো বেরে গেল। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতেই সূর্যসেন মহা বিদ্যালয়ের এন এস এস ইউনিট ২ সকল ছাত্র-ছাত্রীরা হুট খোলা জিপে করে ব্যান্ড বাজিয়ে নিয়ে যায়।
advertisement
অন্য দিকে এই আনন্দের খবর শোনা মাত্র আরেক সমাজ সেবী তথা তৃণমূলের জেলা সম্পাদক মদন ভট্টাচার্য্য ছুটে জান নিউ জলপাইগুড়ি স্টেশনে।ফুলের তোরা ও মিষ্টি মুখ করিয়ে পল্লবকে জড়িয়ে ধরেন।এর পাশাপাশি তাঁর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সর্বদা তাঁর পাশে থাকর অংগীকার করেন।মদনবাবু জানান পল্লব দেখিয়ে দিলো সমাজের জন্য কাজ করলে মনের শান্তি ও এর চেয়ে বড় সন্মান আর হয় না । এছাড়াও পল্লব বলেন যে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার প্রার্থী অনুভূতিটা সত্যিই অন্যরকম ছিল । এটা বলে বোঝানোর মতন নয়। মহানন্দা নদী পরিষ্কার করা থেকে ,আসামের ডিজাস্টার ম্যানেজমেন্ট ,করণার সময় মানুষের হয়ে কাজ করা থেকে শুরু করে অনেক রকম কাজই করেছি তার প্রাপ্তি আজকের এই পুরস্কার ।
অনির্বাণ রায়