TRENDING:

Siliguri News: হকার মুক্ত রেলওয়ে স্টেশন গড়ার পরিকল্পনা রেলের! বিস্তারিত জানুন!

Last Updated:

Siliguri News: ১০৭৭ হকার ও বিক্রেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) স্টেশনগুলিতে অবৈধ হকিং কার্যকলাপের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তারা ১০.৫৪ লক্ষ টাকা জরিমানার টাকা সংগ্রহ করেছে। দুই মাসের মধ্যে ১০০০ এর বেশি হকারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে জানানো হয়েছে রেলের তরফে। এপ্রিল এবং মে মাসে, এন এফ্ রেলওয়ের পাঁচটি বিভাগ অবৈধ হকার ও বিক্রেতাদের কাছ থেকে জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ৩.২০ লাখ টাকা। ১০৭৭ হকার ও বিক্রেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর বাইরে স্টেশন চত্বরে ধূমপান এবং ময়লা ফেলার লোকদের কাছ থেকে যথাক্রমে ১.৭৪ লক্ষ টাকা এবং ৫.৫৯ লক্ষ টাকা জরিমানা হিসাবে সংগ্রহ করা হয়েছে । এ বিষয়ে ৯২৬ জন ধূমপায়ী এবং ২৬৫৮ জন আবর্জনা ফেলার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অবৈধ হকিং এর বিরুদ্ধে অভিযানে দুই মাসে প্রায় এগার লক্ষ টাকা জরিমানা আরপিএফ এর
অবৈধ হকিং এর বিরুদ্ধে অভিযানে দুই মাসে প্রায় এগার লক্ষ টাকা জরিমানা আরপিএফ এর
advertisement

মোট ৭৫টি বড় রেলস্টেশনকে অবৈধ হকিং মুক্ত করা হয়েছে। এগুলি হল কাটিহার বিভাগের অধীনে কাটিহার, শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি সহ ১৪টি স্টেশন, লুমডিং বিভাগের অধীনে গুয়াহাটি, কামাখ্যা, লুমডিং সহ ১৪টি স্টেশন, আলিপুরদুয়ার বিভাগের অধীনে কোকরাঝাড়, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার সহ ১৮টি স্টেশন, ডিব্রুগড়, মারিয়া, তিব্রুগড়িয়া সহ ১৩টি স্টেশন। তিনসুকিয়া বিভাগের অধীনে এবং রাঙ্গিয়া বিভাগের অধীনে রাঙ্গিয়া, গোয়ালপাড়া টাউন, নিউ বোঙ্গাইগাঁও সহ ১৬ টি স্টেশন।

advertisement

আরও পড়ুন:

এন এফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেছেন, “এন.এফ. রেলওয়ের RPF তার স্টেশন চত্বরকে অবৈধ হকিং কার্যকলাপ থেকে মুক্ত করার প্রয়াসে। তারা স্টেশন জুড়ে অবৈধ হকার এবং বিক্রেতা, ধূমপায়ী এবং লিটারকারীদের বিরুদ্ধে নিরলস অভিযান পরিচালনা করেছে। এনএফ রেলওয়ের পাঁচটি ডিভিশনে গত দুই মাসের ধারাবাহিক অভিযান চালানো হয়েছিল, তারা জরিমানা হিসাবে ১০.৫৪ লক্ষ টাকা আদায় করেছে।”

advertisement

View More

শিলিগুড়ি খবর | Siliguri News

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: হকার মুক্ত রেলওয়ে স্টেশন গড়ার পরিকল্পনা রেলের! বিস্তারিত জানুন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল