মোট ৭৫টি বড় রেলস্টেশনকে অবৈধ হকিং মুক্ত করা হয়েছে। এগুলি হল কাটিহার বিভাগের অধীনে কাটিহার, শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি সহ ১৪টি স্টেশন, লুমডিং বিভাগের অধীনে গুয়াহাটি, কামাখ্যা, লুমডিং সহ ১৪টি স্টেশন, আলিপুরদুয়ার বিভাগের অধীনে কোকরাঝাড়, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার সহ ১৮টি স্টেশন, ডিব্রুগড়, মারিয়া, তিব্রুগড়িয়া সহ ১৩টি স্টেশন। তিনসুকিয়া বিভাগের অধীনে এবং রাঙ্গিয়া বিভাগের অধীনে রাঙ্গিয়া, গোয়ালপাড়া টাউন, নিউ বোঙ্গাইগাঁও সহ ১৬ টি স্টেশন।
advertisement
আরও পড়ুন:
এন এফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেছেন, “এন.এফ. রেলওয়ের RPF তার স্টেশন চত্বরকে অবৈধ হকিং কার্যকলাপ থেকে মুক্ত করার প্রয়াসে। তারা স্টেশন জুড়ে অবৈধ হকার এবং বিক্রেতা, ধূমপায়ী এবং লিটারকারীদের বিরুদ্ধে নিরলস অভিযান পরিচালনা করেছে। এনএফ রেলওয়ের পাঁচটি ডিভিশনে গত দুই মাসের ধারাবাহিক অভিযান চালানো হয়েছিল, তারা জরিমানা হিসাবে ১০.৫৪ লক্ষ টাকা আদায় করেছে।”
শিলিগুড়ি খবর | Siliguri News
অনির্বাণ রায়