TRENDING:

Viral News: অবাক কাণ্ড! নিয়ে আসুন প্লাস্টিক, ফ্রি তে নিয়ে যান ১ কেজি চাল!

Last Updated:

Viral News: ১১৯টি প্লাস্টিক ও একটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে মিলছে ১ কেজি চাল।প্লাস্টিক মুক্ত ওয়ার্ড গড়ে তুলতে অভিনব উদ্যোগ গ্রহন করলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : পরিত্যক্ত প্লাস্টিক বোতল ও চিপসের পাউচ এর পরিবর্তে এক কেজি চাল দেবার ঘোষণা করেছিলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বোস । সেই ঘোষণা অনুযায়ি শহরের বাসিন্দাদের প্লাস্টিকের বোতল ও চিপসের পাউচের পরিবর্তে ১ কেজি করে চাল দেওয়া হল কাউন্সিলার অফিস কার্যালয় থেকে। কে ভেবেছিল সামান্য এতটুকু কাজ করলেই এবার বিনামূল্যে পাওয়া যাবে কেজি কেজি চাল । তবে যেমন কথা দিয়েছিল তেমন কাজ করে দেখালো কাউন্সিলার অভয়া বোস।
advertisement

১১৯টি প্লাস্টিক ও একটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে মিলছে ১ কেজি চাল। প্লাস্টিক মুক্ত ওয়ার্ড গড়ে তুলতে অভিনব উদ্যোগ গ্রহন করলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসু। সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করে শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহন করেছে শিলিগুড়ি পুর নিগম। প্রতিটি বাজার-হাটে প্লাস্টিক বর্জন করা নিয়ে লাগাতার প্রচার চালানো হচ্ছে। তবে এখনও পুরোপুরি বন্ধ হয়নি প্লাস্টিকের ব্যবহার। তাই প্লাস্টিক মুক্ত ওয়ার্ড গড়ে তুলতেই এহেন উদ্যোগ কাউন্সিলারের।

advertisement

আরও পড়ুন -  Siliguri News: গভীর রাতে জোরাল শব্দ! ছুটে এসে শিউরে উঠলেন নকশালবাড়ির বাসিন্দারা

প্রসঙ্গত, ২০ নম্বর ওয়ার্ডের বাগরাকোর্ট সংলগ্ন কাউন্সিলার কার্যালয়ের সামনে থেকে ১১৯টি প্লাস্টিক ও একটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে এক কেজি করে চাল প্রদান করেন কাউন্সিলার অভয়া বসু।

আরও পড়ুন -  Madhyamik 2023: দুর্ঘটনায় নেই ২ হাত, মনের জোরেই মাধ্যমিক জয় বিশ্বজিতের

advertisement

উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসু সহ অন্যান্যরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অন্যদিকে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, সিঙ্গেল ইউজ প্লাস্টিক কতটা ক্ষতিকারক সমাজের জন্য সেটাই তুলা ধরা হচ্ছে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে। পাশাপাশি সকলকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার বন্ধ করার আহ্বান জানান তিনি।

advertisement

ওয়ার্ডের অনেকের বিপিএল কার্ড নেই, অনেকে বয়সের কারণে কাজ করতে পারচ্ছেন না, এই ধরনের কর্মসুচির মাধ্যমে তারাও সম্মানের সাথে চাল অর্জন করে বাড়িতে নিয়ে যেতে পারছেন।পাশাপাশি আগামীতেও প্লাস্টিক মুক্ত ওয়ার্ড গড়ে তুলতে লাগাতার এই কর্মসুচি চলবে বলে জানান ওয়ার্ডের কাউন্সিলার অভয়া বসু।

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Viral News: অবাক কাণ্ড! নিয়ে আসুন প্লাস্টিক, ফ্রি তে নিয়ে যান ১ কেজি চাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল