শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ লাগাতার মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে এদিনও গোপন সূত্রে খবর পেয়ে গান্ধীনগর এলাকায় একটি মুদিখানার দোকানে অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। ওই দোকান থেকে ১৩৬ টি নেশা জাতীয় ট্যাবলেট সহ ১৩ টি কাফ সিরাপ করেন উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয় দোকানের মালিক সোনু শ্রীবাস্তবকে । জানা যায় তার বাড়ি ৪৩ নম্বর ওয়ার্ডেই । তিনি দীর্ঘদিন ধরেই ওই এলাকায় নেশা জাতীয় ট্যাবলেট এবং কাফ সিরাপ বিক্রি করে আসছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান তাকে ঐদিন গ্রেফতার করে ভক্তিনগর থানায় নিয়ে আসা হয়।
advertisement
সিরাপ কেনা একেবারেই সহজ। কেউ কোনও সন্দেহ করে না। পুলিশ ও নানা কলেজ সূত্রে জানা গিয়েছে তাই কমবয়সীদের মধ্যে এই কাশির সিরাপ খেয়ে নেশা করার প্রবণতা বাড়ছে বলে । এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন নানা কলেজ কর্তৃপক্ষ। সিরাপের কমবয়সী ক্রেতা বেড়েছে গত কয়েক বছরে, জানিয়েছে বিভিন্ন ওষুধ দোকান। এই নেশা ক্যানসার-সহ নানা রোগের জন্ম দিতে পারে বলে জানান চিকিৎসকেরা। মূলত সচেতনতা ও নজরদারির অভাবেই এই প্রবণতা বাড়ছে বলে দাবি তাঁদের।
দরকার ছাড়া এই সিরাপ শরীরের যথেষ্ট ক্ষতি করে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা জানান, নিয়মিত অতিরিক্ত মাত্রায় কাশির সিরাপ সেবনে খাদ্যনালী আক্রান্ত হয়। তা থেকে ক্যানসার পর্যন্ত হতে পারে। এ ছাড়া মুখের ভিতরে ক্ষত, চর্মরোগ ও স্নায়ুর সমস্যাও হতে পারে। শহরজুড়ে দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তবে এর পেছনে কোন চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
অনির্বাণ রায়