মিরিক মহকুমা শাসক সুদীপ্ত দেবনাথ বলেন, ভবিষ্যতে মিরিকে হেলিকপ্টার চালানো যাবে কিনা সেটা দেখতেই এদিন বাগডোগরা থেকে হেলিকপ্টার পরীক্ষামুলকভাবে মিরিকে অবতরণ করানো হয় । তিনি জানান কলকাতার ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণদফতরের উদ্যোগে হেলিকপ্টারটি অবতরণ করানো হয় ।
অন্যদিকে মিরিক পুরসভার চেয়ারম্যান এল বি রাই বলেন, মিরিকে হেলিপ্যাড চালু হলে এখানকার পর্যটন খাতে অনেক সহায়ক হবে । উল্লেখ্য , ১৯৯১ সালে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আর. ভেঙ্কথারামন মিরিক এসেছিলেন। তখন একটি হেলিকপ্টার প্রথমবারের মতো মিরিক হেলিপ্যাডে অবতরণ করেছিল । এবার ৩১ বছর পর আবার মেডিকেল হেলিপ্যাডে অবতরণ করল একটি হেলিকপ্টার এই হেলিকপ্টার পরিষেবা খুব দ্রুত চালু হবে বলে মনে করছেন সকলে এবং এই পরিষেবা চালু হলে পর্যটনে হাল ফিরবে পাহাড়ে ।
advertisement
অনির্বাণ রায়