কি এই ঘাস
সিম্বফোগণ নারডাস সাধারণ নাম সিট্রোনেলা ঘাস, পরিবারের বহুবর্ষজীবী সুগন্ধি উদ্ভিদের একটি প্রজাতি, যা গ্রীষ্ম মন্ডলীয় এশিয়ায় উদ্ভূত। এটি সিট্রোনেলা তেল নামে পরিচিত একটি অপরিহার্য তেলের উৎস, যা এর প্রাকৃতিক পোকামাকড়-প্রতিরোধক বৈশিষ্ট্যের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
কি কি তৈরি হয়
সিট্রোনেলা ঘাস থেকে বাষ্পপাতন প্রক্রিয়া দ্বারা এই তেল সৃষ্টি করা হয়। মূলত ক্লান্তি, উদ্বেগ, অনিদ্রাকে দূর করতে এই তেল মারাত্বক কার্যকরী। তাছাড়া, ঘাম থেকে মুক্তি পেতেও এই তেলের ব্যবহার করা হয়। বাড়িতে পোকামাকড়ের অত্যাচারে অনেকেই অনেক ধরণের ফিনাইল বা কেমিক্যাল ব্যবহার করেন।
advertisement
কিভাবে ব্যবহার করবেন
সিট্রোনেলা টবের মধ্যে ঘরের এক কোণে রেখে দিলেই গন্ধে দূর হবে পোকামাকড়। বন দফতরের তরফে সিট্রোনেলা ঘাস বিক্রির পাশাপাশি সিট্রোনেলা তেলও বিক্রি করা হয়। এই মরশুমে যেখানে ডেঙ্গির প্রকোপ বেড়েছে শহরজুড়ে। তাই সিট্রোনেলার চাহিদা অনেকটাই। সিট্রোনেলার দাম অনেকটাই কম। এছাড়াও এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
আরও পড়ুন: কেজি দরে বিক্রি হচ্ছে লেপ! কী করে সম্ভব? কিনতে ভিড় মানুষের!
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়ো টেকনোলজি বিভাগের প্রফেসর অমরেন্দ্র কুমার পাণ্ডের কথায়, “সিট্রোনেলা ঘাসের মধ্যে প্রাকৃতিক তেল থাকে। তার গন্ধে পোকামাকড়, মশামাছি ঘরে থাকতে পারে না। এছাড়াও মানবদেহে ও প্রাণীদেহে কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সিট্রোনেলা একটি ওষধি ঘাস। তাই এটি ঘরে রাখা যাবে।'
চাহিদা থাকায় বন দফতরের শিলিগুড়ি পার্কে সিট্রোনিলা ঘাসের চাষ করা হচ্ছে। বন দফতর জানিয়েছে, কিছুদিনের মধ্যেই পার্ক থেকে ৬০ থেকে ৮০ টাকার বিনিময়ে টব সহ এই ঘাস কিনতে পাওয়া যাবে। বিশেষজ্ঞদের বক্তব্য, সিট্রোনেলা ঘাস অল্প পরিচর্যাতেই বেড়ে ওঠে। ঘরে টব রেখে মাঝেমধ্যে সেটিকে রোদে রাখলেই ঘাস ভাল থাকবে। এছাড়াও জলের মধ্যে কয়েক ফোঁটা সিট্রোনেলা তেল ফেলে ঘর মুছলে বা ঘরে স্প্রে করলে পোকামাকড়ের উপদ্রব কমবে।
অনির্বাণ রায়