Siliguri News: কেজি দরে বিক্রি হচ্ছে লেপ! কী করে সম্ভব? কিনতে ভিড় মানুষের!

Last Updated:

Siliguri News: রাত বাড়লেই দরকার লেপ-কম্বলের! কিন্তু কেজি দরে লেপ বিক্রি কী করে হচ্ছে? এই লেপ কিনতে বহু মানুষের ভিড়।

+
কেজি

কেজি দরে কম্বল বিক্রি 

#শিলিগুড়ি :  শীতের দোরগোড়ায় কম্বল নিয়ে হাজির উত্তর প্রদেশের যুবকরা। শীত আসছে ঠান্ডা ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে শহরে। রাত হলেই ব্যবহার করতে হচ্ছে কম্বল।তাই কম্বল নিয়ে উত্তর প্রদেশের যুবকরা পসরা সাজিয়েছে শিলিগুড়ির রাস্তায়। কেজি দরে বিক্রি হচ্ছে লেপ।
নতুন পোশাকের পাশাপাশি নানা রঙের বিদেশি আরামদায়ক কম্বল ব্যবহারের চল অনেক আগের থেকেই শুরু হয়েছে। ঝাঁ চকচকে দোকানের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার রাস্তা পাশেই গড়ে উঠেছে শীতবস্ত্রের দোকান। এই সকল দোকানে দেখা মিলে দুবাই, সৌদি আরব, কাতার থেকে আনা বিভিন্ন সাইজের কম্বল। ৮০০ টাকা থেকে শুরু করে ৮০০০ টাকা দামের কম্বল এখানে পাওয়া যায়। দুই বছরের করোনা মহামারি পর এবারে শীতের আমেজ কম থাকায় বিক্রেতারা এখনো লাভের মুখ না দেখলেও দোকান খুলে রাখতে পারায় তারা খুশি।
advertisement
মূলত দু'ধরনের কম্বল নিয়ে বসেছেন উত্তর প্রদেশ থেকে আগত এই যুবকেরা । সফট এবং আল্ট্রাসফট এই দুই ধরনের কম্বল তাদের দোকানে পাওয়া যাচ্ছে। তবে মজার ব্যাপার হলো এই সমস্ত কম্বলটাই বিক্রি হচ্ছে কেজি দরে কেজি হিসেবে সাড়ে ৪৫০-৫৫০ করে তাদের কম্বলের দাম। মোহাম্মদ নাজিম জানান যে তারা শীত পড়লেই প্রতিবছরই উত্তরপ্রদেশ থেকে ব্যবসা করতে উত্তরবঙ্গে আসেন তবে শিলিগুড়িতে এবার প্রথম এর আগে জলপাইগুড়ি কোচবিহার সমস্ত জায়গাতেই ব্যবসা করে এসেছে।
advertisement
advertisement
ব্যবসার শহর শিলিগুড়িতে এবার তাদের ভাল ব্যবসা হবে বলে আশা করছেন নাজিম। অন্যদিকে মোহম্মদ আমান জানাচ্ছেন যে আমাদের প্রতিবছরই ব্যবসা ভাল হয় গত দু'বছর করোনার জন্য লোকজন একটু কম এসেছে তবে এ বছর আশা করছি কম্বল সব বিক্রি হয়ে যাবে আর আমাদের এখানে মূল আকর্ষণ আমরা কেজি দরে কম্বল বিক্রি করছি। দামটা অনেকটাই কম তাই সব ধরনের লোকেরাই এখান থেকে কম্বল নিয়ে যেতে পারবেন।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: কেজি দরে বিক্রি হচ্ছে লেপ! কী করে সম্ভব? কিনতে ভিড় মানুষের!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement