সেখান থেকে ফের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে জানিয়ে দেওয়া হয় মেশিন খারাপ রয়েছে। চিকিৎসা করা সম্ভব নয়। ফলে সে শিশুটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। অবশেষে সারাদিন পেরিয়ে গতকাল রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এই শিশুটিকে নিয়ে এলে তৎক্ষণাৎ জরুরি ভিত্তিক অস্ত্রপচার করেন চিকিৎসকেরা।
advertisement
আরও পড়ুন: এ কেমন মা! টাকার লোভে নিজের সন্তানদেরই পাচার করে দেয় মহিলা! বাড়িতেই পাচারচক্র!
সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসকেরা জানান, সেই সময় সময়ের অভাবে জরুরি ভিত্তিক অস্ত্রপচার করতে হয়েছিল। মাংসের ওই হাড়টি এমন একটি জায়গায় আটকে ছিল যা বিরল পদ্ধতি ব্যবহার করে অস্ত্রপচার করা হয়। সকল চিকিৎসকেরা একসঙ্গে মিলে কাজ করায় সফলতা মিলেছে। এখন শিশুটি সুস্থ রয়েছে। শিশুর প্রাণ বাঁচানোর জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান তার মা আসমা বেগম।
অনির্বাণ রায়