এছাড়াও ন্যাওরা ভ্যালি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ বনাঞ্চলে এর প্রভাব দেখা যায় । ন্যাফের সদস্য পরিবেশ প্রেমী অনিমেষ বসু জানিয়েছেন পিগমেন্টেশন এর জন্য এর কালো অংশ গুলি শরীরে বেশি ছড়িয়ে পড়ে তাই এর গায়ের রং কালো হয় । এই জাতীয় লেপার্ড বিলুপ্তপ্রায় বটে।
আরও পড়ুন: ডান্স বার? নাকি অন্য কিছু! ২৪ বছরের বিবাহিত যুবতীর রক্তাক্ত দেহ পড়ে বহুতলের নীচে!
advertisement
উত্তরবঙ্গের চা বাগান অধ্যুষিত এলাকা হওয়ায় চিতা বাঘের প্রবণতাও বেশি । তবে অন্যান্য পরশু পাখির যেমন আলবিনো রোগ হয় চামড়া সাদা হয়ে যায় । এই চিতা বাঘ বা লেপার্ড গুলির কালো অংশ বেশি প্রভাবিত হয়। তাই লোকে ব্ল্যাক প্যান্থার বলে এটিকে সম্বোধন করছে । তবে এটি কালো চিতা বা ম্যালানিস্টিক লেপার্ড বললেন অনিমেষ বসু ।
advertisement
অনির্বাণ রায়
Location :
First Published :
November 23, 2022 8:27 PM IST