North 24 Parganas News: ডান্স বার? নাকি অন্য কিছু! ২৪ বছরের বিবাহিত যুবতীর রক্তাক্ত দেহ পড়ে বহুতলের নীচে!
- Published by:Piya Banerjee
Last Updated:
North 24 Parganas News: বহুতলের নীচে পড়ে রয়েছে যুবতীর রক্তাক্ত দেহ! কোথা থেকে, কী ভাবে এলো? কী চলতো ওই বহুতলে? দত্তপুকুরে দানা বাঁধছে রহস্য
#উত্তর ২৪ পরগনা: বিবাহিত বছর ২৪-এর এক যুবতীর দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধছে। স্থানীয় সূত্রে জানা যায়, দত্তপুকুর থানা এলাকার নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির অন্তর্গত জামতাগড় মালিকাপুর এলাকায় হাসান টাওয়ার নামক একটি বহুতলের নীচ থেকে উদ্ধার হয় বছর ২৪ এর ওই বিবাহিত যুবতীর দেহ। মৃতদেহ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত্যু নিয়েও বাড়ছে ধোঁয়াশা।
বহুতলের অন্যান্য আবাসিকরা জানান, আশপাশের লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে ওই বহুতলের নীচে একটি মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তড়িঘড়ি স্থানীয় এলাকাবাসীরাই যুবতীকে উদ্ধার করে বারাসত হাসপাতালে পাঠায়। যদিও বারাসত হাসপাতালে চিকিৎসকরা যুবতীকে মৃত বলেই ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে ছুটে আসে নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ আধিকারিকেরা। ঘটনাস্থল ঘুরে দেখে নমুনাও সংগ্রহ করতে দেখা যায় পুলিশ আধিকারিকদের।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, হাসান টাওয়ার নামক ওই বহুতলে ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পরিবারকে ঘর ভাড়া দেওয়া হয়। তবে সেই আবাসনের দোতলার বেশ কয়েকটি ঘর কিছুদিন কয়েকজন ছেলে মেয়েকে ভাড়া দেওয়া হয়েছে। জানা গিয়েছে সেই সব ঘরে ভাড়া থাকা মহিলারা বেশির ভাগই ডান্স বারের সঙ্গে যুক্ত। পাশাপাশি, আবাসিকের অন্যান্য বাসিন্দারা জানান, ওই বহু তলের নীচে রাত বিরাতে অনেক সময় বাইরে থেকে মেয়েদের যাতায়াত ছিল ও মেয়েদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসে দাঁড়িয়ে থাকত। কিন্তু, উদ্ধার হওয়া বিবাহিত বছর ২৪ এর যুবতীকে আবাসিকদের কেউই চেনেন না বলেও পুলিশের কাছে জানান। কীভাবে মৃত্যু হল যুবতীর! কি কারণে কোথা থেকে এসেছিলেন তিনি! এই বিষয়গুলি নিয়েই এখন স্পষ্ট হতে চাইছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে দত্তপুকুর থানার পুলিশ।
advertisement
রুদ্র নারায়ন রায়
Location :
First Published :
November 23, 2022 8:13 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ডান্স বার? নাকি অন্য কিছু! ২৪ বছরের বিবাহিত যুবতীর রক্তাক্ত দেহ পড়ে বহুতলের নীচে!