Nadia News | Lottery News: ১৫০ টাকার লটারিতেই ভাগ্য বদল পুলিশ-কর্মীর! টিকিট বিক্রেতার এক ফোনেই চমক! জানুন

Last Updated:

Nadia News | Lottery News: একেই বলে কপাল! ভাগ্য যাচাই করতে গিয়ে কী কাণ্ড ঘটালেন এই পুলিশ কর্মী! জানলে অবাক হবেন

+
লটারি

লটারি কেটে প্রথম পুরস্কার এক কোটি টাকা পেলেন পুলিশ কর্মী

#তেহট্ট: লটারি কেটে প্রথম পুরস্কার এক কোটি টাকা পেলেন তেহট্টের বাসিন্দা মৃত্যুঞ্জয় বিশ্বাস। তিনি পেশায় পুলিশ কর্মী। বর্তমানে কলকাতার খিদিরপুরে কর্তব্যরত রয়েছেন তিনি। বুধবার সকালে আর পাঁচটা লোকের মতোই নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য ১৫০ টাকার টিকিট কাটেন তিনি। তবে ভাবতেও পারেননি সেই টিকিটেই খুলে যাবে তার কপাল, জিতে যাবেন প্রথম পুরস্কার এক কোটি টাকা!
দুপুরবেলা লটারি খেলার ফলাফল যখন বের হয় তখন লটারির কাউন্টার থেকে ফোন করেন তাকে। ফোনে যখন তিনি জানলেন তিনি প্রথম পুরস্কার এক কোটি টাকার বিজেতা, নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন পরিবারসহ আত্মীয়-স্বজনেরা সকলেই খুশি। এরপরেই তিনি অতি সত্বর লটারি টিকিট সঙ্গে নিয়ে তেহট্ট থানায় যান। কোনওরকম বিপদের হাত থেকে রক্ষা পেতে এবং লটারির টিকিট সুরক্ষিত রাখার জন্যই তিনি বর্তমানে তেহট্ট থানাতে রয়েছেন।
advertisement
advertisement
মৃত্যুঞ্জয় বাবুর বাড়িতে রয়েছেন মা, স্ত্রী ও দুই মেয়ে। বড় মেয়ে পঞ্চম শ্রেণিতে এবং ছোট মেয়ে শিশু শ্রেণিতে পড়াশোনা করে। মৃত্যুঞ্জয়বাবু জানান, " লটারি আমি সচরাচর কাটি না। সব সময় দেখতাম অনেকেই কাটে সেরকমভাবে নিয়মিত লটারি আমি কাটিনি কখনওই। আজকে নেহাত নিজের ভাগ্য পরীক্ষা করার জন্যেই সকাল বেলা ১৫০ টাকার লটারি কাটি। এরপরেই দুপুরবেলা খেলার ফলাফল বের হলে সেলার আমাকে ফোন করে জানায়। এই লটারি টাকা দিয়ে আমার দুই মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করে রাখবো।" স্বাভাবিকভাবেই রাতারাতি ভাগ্যবদলের কারণে খুশি মৃত্যুঞ্জয় বাবু এবং তার পরিবার।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News | Lottery News: ১৫০ টাকার লটারিতেই ভাগ্য বদল পুলিশ-কর্মীর! টিকিট বিক্রেতার এক ফোনেই চমক! জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement