South 24 Parganas News : ঘর থেকে অর্ধ-নগ্ন মহিলার গোঙানির শব্দ! মহেশতলায় সামনে এলো ভয়াবহ ঘটনা

Last Updated:

South 24 Parganas News: বিধবা মহিলা একাই থাকতেন বাড়িতে। হঠাৎ ঘটে যায় ভয়াবহ ঘটনা। জানুন

এলাকায় পুলিশের টহল
এলাকায় পুলিশের টহল
#মহেশতলা: মহেশতলায় ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ। এই অভিযোগে উত্তাল হয়ে উঠল গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে মহেশতলা পৌরসভার ২৪ নং ওয়ার্ডের চট্টাতে। এই ঘটনায় পুলিশ ১ ব‍্যক্তিকে গ্রেফতার করেছে। নির্যাতিতা মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। সূত্রের খবর এক বিধবা ভদ্রমহিলা ঘরে একাই থাকতেন। এই একা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত ওই মহিলার ঘরে প্রবেশ করে। এরপর তাকে ধর্ষণ করে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনার পর ঘর ওই বিধবা মহিলার ঘর থেকে থেকে গোঙানির আওয়াজ শুনতে পায় তার পরিজনেরা। তারাই তার ঘরে ঢুকে মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর তারাই খবর দেয় মহেশতলা থানায়।
এরপর মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে। এরপর পুলিশের সাহায্যে মহিলাকে প্রথমে বেহালার বিদ্যাসাগর হাসপাতাল পরে সেখান থেকে অন্যত্র চিকিৎসার জন্য পাঠানো হয়।
advertisement
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব‍্যক্তিকে আটক করেছে মহেশতলা থানার পুলিশ। ধৃত ব‍্যক্তির নাম আরিয়ান মোল্লা(২৪)। এদিকে এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত বেশ কিছু জনতা আরিয়ানের বাড়িতে চড়াও হয়। বাড়ি ভাঙচুর করার চেষ্টাও করে বলে অভিযোগ।এরপর উত্তেজনা প্রশমনে এলাকায় আসে মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে এলাকায় পুলিশ টহল দিচ্ছে। এই ঘটনায় প্রথমে ধর্ষণ ও পরে খুনের চেষ্টার অভিযোগ তুলেছে ওই মহিলার পরিবারের লোকজন। অভিযোগের প্রেক্ষিতে এই ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : ঘর থেকে অর্ধ-নগ্ন মহিলার গোঙানির শব্দ! মহেশতলায় সামনে এলো ভয়াবহ ঘটনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement