TRENDING:

Siliguri News: টাইগার দম্পতি শিলা ও বিভান, তাদের চার ছানা এবার দর্শকদের জন্য খোলা এনক্লোজারে খেলবে

Last Updated:

বেঙ্গল সাফারি পার্কে পর্যটকদের উদ্দেশ্যে ছাড়া হল ৪ টি রয়েল বেঙ্গল শাবক, আগামীতে আসছে সিংহ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: পর্যটকদের আকর্ষণ বাড়াতে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একগুচ্ছ প্রকল্প। এই পার্কের রয়েল বেঙ্গল টাইগার দম্পতি শিলা ও বিভানের চার সন্তানকে পর্যটকদের জন্য এনক্লোসারে উন্মুক্ত করা হল। নতুন করে আনা হচ্ছে সিংহ,জেব্রা ,এলবিরো ডাক, মণিপুরী ডাইসিং ডিয়ার । শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এসে এমনটাই ঘোষণা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তিনি জানিয়েছেন পার্কের আধুনিকরণে পার্কের আয়তন বাড়ানোর পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বন দফতরের তরফে।
advertisement

উত্তরবঙ্গে আশা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। রাজ্যের একমাত্র সাফারি পার্ক হল এই বেঙ্গল সাফারি পার্ক । পার্কের অন্যতম আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার। সম্প্রতি সাফারি পার্কের রয়্যাল বেঙ্গল দম্পতি শিলা ও বিভান চার শাবকের জন্ম দেয়। তবে এতদিন পর্যন্ত শিলা সহ তার শাবকদের বন দফতরের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। অবশেষে সোমবার থেকে বেঙ্গল সাফারি পার্কে শিলা সহ ওই চার রয়্যাল শাবককে নাইট শেল্টার থেকে পর্যটকদের জন্য ওপেন সাফারি এনক্লোজারে ছাড়া হয়।ফলে ওই চার শাবককে ঘিরে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে বলে মনে করছে পর্যটনমহল।

advertisement

আরও পড়ুন - Cow Smuggling: সীমান্তে পাচারের জন্য অতি দ্রুত গতির নৌকা বানাচ্ছে পাচারকারীরা

প্রসঙ্গত, এর আগে শিলা ও স্নেহাষিশের তিন সন্তান কিকা, রিকা ও ইকাকে সাফারির জন্য ছাড়া হয়েছিল। এদিন ওই চার শাবক সহ শিলাকে দেখা গেল বিচরণ করতে। এদিন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে ওই চার শাবককে ছাড়া হয়। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল ( বনপাল) তথা হেড অফ ফরেস্ট ফোর্স সৌমিত্র দাসগুপ্ত, রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী, উত্তরবঙ্গের মুখ্য বনপাল ( বন্যপ্রান) রাজেন্দ্র জাখর সহ অন্যান্যরা।

advertisement

View More

চলতি বছরের মার্চ মাসে শিলা ওই চার শাবকের জন্ম দিয়েছিল। এতোদিন তাদের পর্যটকদের চোখের আড়ালে নাইট শেল্টারে রেখে দেখাশোনা চলছিল। সাতমাস পর তাদের প্রকাশ্যে আনা হল। সপ্তাহে দুদিন করে আপাতত তাদের সাফারির জন্য ছাড়া হবে। বাকি দিনগুলো কিকা, রিকা ও ইকাকে দিয়ে সাফারি চলবে। তবে বেঙ্গল সাফারি পার্ককে আরও বেশি আকর্ষিত করার উদ্যোগের কথা জানিয়েছেন বনমন্ত্রী। এদিন সাফারির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "চারটি রয়্যাল বেঙ্গল শাবক ছাড়া হল। পরবর্তীতে সিংহ, জ্যাব্রা, আরও কিছু ক্যাঙ্গারু, একশৃঙ্গ গন্ডার আনার কথা রয়েছে। পাশাপাশি এখন দুটো করে হাতি সাফারি চলছে। আগামীতে সেটিও আট থেকে দশটি করার কথা রয়েছে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: টাইগার দম্পতি শিলা ও বিভান, তাদের চার ছানা এবার দর্শকদের জন্য খোলা এনক্লোজারে খেলবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল