তারপর নথিতে অসঙ্গতি থাকায় তাদের জিজ্ঞাসাবাদের পর জানা যায় তারা বাংলাদেশের যুবক। জানা যায় ব্যাংকক যাবার চেষ্টা করছিল ওই দুই যুবক। তৎক্ষণাৎ তাদের বাগডোগরা বিমনবন্দর কর্তৃপক্ষ তাদের আটক করে এবং ধৃতদের বাগডোগরা পুলিশের হাতে তুলে দেয় ।
ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে । সূত্রে খবর ধৃতদের মধ্যে একজন জলপাইগুড়ি ও অপরজন সিঙ্গুরের বাসিন্দা। ধৃতদের কাছে থেকে একাধিক নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া নথিপত্র পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্পূর্ন বিষয়টি তারা তদারকি করে দেখছে।
advertisement
অনির্বাণ রায়
Location :
First Published :
Dec 06, 2022 10:42 PM IST






