TRENDING:

Siliguri News: মহানন্দা নদী দূষণমুক্ত করতে সাফাই অভিযান শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থাগুলির

Last Updated:

Siliguri News: মহানন্দা নদীকে দূষণমুক্ত করতে সাফাই অভিযানে শিলিগুড়ি শহরের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের।শিলিগুড়ি শহরের বুক চিরে যাওয়া মহানন্দা নদী প্রতিনিয়ত দূষিত হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: মহানন্দা নদীকে দূষণমুক্ত করতে সাফাই অভিযানে শিলিগুড়ি শহরের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের।শিলিগুড়ি শহরের বুক চিরে যাওয়া মহানন্দা নদী প্রতিনিয়ত দূষিত হচ্ছে।যার জেরে ভবিষ্যতে নদীর অস্তিত্ব খুঁজে পাওয়াই অসম্ভব হয়ে পরবে বলে একাংশের দাবি।এবার সেই নদীকে পরিষ্কার করতে বন্ধুচল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বিধান নগর ওয়েলফেয়ার সোসাইটি, স্টুডেন্ট সোসাইটি অফ শিলিগুড়ির সদস্যরা মহানন্দা নদীকে দূষণমুক্ত করতে সাফাই অভিযানে নামে। এদিন মহানন্দা নদী থেকে বেশ কিছু প্লাস্টিকের নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়।
advertisement

আরও পড়ুনঃ দ্বিতীয় বর চুপিচুপি বিয়ে করছে, সোশ্যাল মিডিয়া খুলতে চমকে উঠলেন স্ত্রী! পরে যা হল

পাশপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের হাতে প্লেকার্ড নিয়ে মহানন্দা নদীকে বাঁচাতে এবং দূষণমুক্ত করতে একাধিক বার্তা দেওয়া হয় সংগঠনগুলি থেকে। এদিন সংগঠনের সদস্যরা বলেন, মহানন্দা নদী শিলিগুড়িবাসীর আবেগ। নদীর পাশে আটকে থাকা প্লাস্টিক গাছপালা নোংরা আবর্জনা ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে নদীর গতি পরিবর্তন না হয়। আমরা সমাজের মানুষের কাছে আবেদন করব নদীতে নোংরা ফেলবেন না।শহরের বিভিন্ন প্রান্তে ডাস্টবিন রয়েছে সেখানে ফেলুন।

advertisement

View More

বন্ধু চল স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে সায়ন্তনী ঘোষ জানান, "মহানন্দা নদী আমাদের হৃদপিণ্ড বলা চলে, সেই নদী দিনের পর দিন দূষিত হয়ে চলেছে প্লাস্টিক, আবর্জনা, জঞ্জালে। যার ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যাচ্ছে । জল আটকে থাকছে, জল জমে যাচ্ছে। সেটা পরিষ্কার করার দায়িত্ব আমাদের সকলের। আমরা এই সাফাই অভিযান করে শহরবাসী তথা সমাজকে একটাই বার্তা দিতে চাই যে নিজে পরিষ্কার থাকুন এবং আশপাশটা পরিষ্কার রাখুন। প্লাস্টিক আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলুন নদীতে নয়।" অন্য আরেকজন সমাজসেবী বিবেক ঝা জানান, "আমরা নিজের অজান্তেই পরিবেশ দূষণ করে ফেলি ,তাই আমাদের একটু সজাগ থাকতে হবে। পরিবেশ দূষণ যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: মহানন্দা নদী দূষণমুক্ত করতে সাফাই অভিযান শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থাগুলির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল