নীলিমার হাতে তৈরি ধূপ মন কেড়েছে শিলিগুড়িবাসীর। উত্তর চব্বিশ পরগনার বারাসতের নীলিমা পালের হাতে তৈরি এই ধূপের চাহিদা দেখা যাচ্ছে গোটা সরস মেলাজুড়ে। নীলিমা জানিয়েছেন, তাঁর ধূপ পুরোপুরি হার্বাল পদ্ধতিতে তৈরি হয়। প্রাকৃতিক এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়। এরফলে তাঁর তৈরি ধুপ ব্যবহার করলে কোনরকম অ্যালার্জি বা শ্বাসের সমস্যা হবে না বলে দাবি করেছেন নীলিমা পাল।
advertisement
আরও পড়ুন: লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, পিকনিকের আসরে হাজির হাতি! তারপর...
নীলিমা আরও বলেন, "গতবারের মত এবছরও দার্জিলিং জেলা সরস মেলায় স্টল দিয়েছি। এছাড়াও বিগত কয়েক বছর ধরে রাজ্যের একাধিক মেলর পাশাপাশি দেশের বিভিন্ন মেলাতেও স্টল দিয়ে ভালোই আয় হয়েছে।" এই হার্বাল ধূপ ইতিমধ্যে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। কেশরচন্দন, চন্দন ও পারিজাত সহ একাধিক গন্ধের ধূপের সম্ভার রয়েছে নীলিমার স্টলে। মেলায় ধূপকাঠি কিনতে ভিড় করছে বহু মানুষ। নীলিমার ধূপকাঠি কিনতে সরস মেলায় আসা শিখা চৌধুরী বলেন, "মেলায় ঢুকে প্রথমেই নীলিমার ধূপকাঠির স্টলট চোখে পড়েছে। পছন্দমত বেশ কয়েক রকমের ধূপ কিনেছি।" এখনকার বহু ক্রেতা এর আগেও নীলিমার ধূপ কিনেছিলেন বলে জানিয়েছেন।
অনির্বাণ রায়