আরও পড়ুন: বিক্রি নেই আটলের, বৃদ্ধ আনন্দবাবুর সংসারে চরম অচলাবস্থা
শিলিগুড়ির সেবক রোডের এক হোটেলে মোট ৩৮টি সিনেমা দেখানো হবে। এবছর শুধু ভারতেই নয়, বাংলাদেশের শর্ট ফিল্ম ও ডকুমেন্টারিও দেখানো হবে বলে জানা গিয়েছে। মোট ৮৫ টি সিনেমা পাঠানো হয়েছিল এই ফিল্ম ফেস্টিভ্যালে। তার থেকে ৩৮ টি সিনেমাকে বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে শর্ট ফিল্ম ১৮ টি, ডকুমেন্টারি ২০ টি। বাংলাদেশ থেকে ৮ টি সিনেমা পাঠানো হয়, তার মধ্যে ৫ টি জায়গা পেয়েছে এই ফেস্টিভ্যালে।
advertisement
শেষের দিন বিশেষ বক্তৃতা দেবেন নাটক ও সিনেমা সমালোচক নির্মল বন্দ্যোপাধ্যায়। ওইদিন ‘সাইট আনসিন ও বীরকন্যা প্রীতিলতা’ নামের একটি ডকুমেন্টারিও দেখানো হবে। একই দিনে পাঁচটি বিভাগে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে। সিনে সোসাইটির তরফে প্রদীপ নাগ বলেন, এটি ইন্দো-বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল। বাংলাদেশেরও শর্টফিল্ম দেখানো হবে। নতুন প্রতিভা তুলে ধরার জন্য এই প্রচেষ্টা। আশা করছি প্রত্যেকের ভাল লাগবে। তিনি আরও জানান, এমন অনেক পরিচালক আছেন যারা মা বা স্ত্রীর গয়না বিক্রি করে নিজের সমস্ত সঞ্চিত টাকা লাগিয়ে একটা সিনেমা তৈরি করেছেনন। তবে সিনেমা তৈরি করলেও সেটা দেখানোর জায়গার অভাব আছে। তাঁদের জন্যই মূলত এই ফেস্টিভ্যালের আয়োজন।
অনির্বাণ রায়