TRENDING:

Siliguri: নাটকের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটাতে শুরু বিদ্যালয়ের নাট্যোৎসব

Last Updated:

বর্তমান বিশ্বে বিদ্যালয় স্তরে থিয়েটার চর্চা অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। থিয়েটার থেরাপি ও জনপ্রিয় একটি বিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : বর্তমান বিশ্বে বিদ্যালয় স্তরে থিয়েটার চর্চা অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। থিয়েটার থেরাপি ও জনপ্রিয় একটি বিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই বিষয়গুলিকে মাথায় রেখে শহর শিলিগুড়িতে ঋত্বিক নাট্য সংস্থা নিজেদের দায়বদ্ধতা থেকে আয়োজন করেছে প্রতিযোগিতামূলক বিদ্যালয়ের নাট্যোৎসব।মোট ১৫ টি স্কুল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।নাটকের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানোর এক অভিনব চেষ্টা শিলিগুড়ি এই নাট্যদল বিগত চার বছর ধরে করে আসছে বলে জানালেন নাট্য কর্মী প্রণব ভট্টাচার্য। শিক্ষক দিবসের এই শুভক্ষণে চার দিন ধরে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে চলবে এই আমন্ত্রণ মূলক চতুর্থ বর্ষ বিদ্যালয় নাট্য প্রতিযোগিতা।
advertisement

 

 

এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন শিলিগুড়ি পুরো নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট নাট্যকর্মীরা। প্রদীপ প্রজ্জলন করে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আটই সেপ্টেম্বর বিকেল চারটায়। এদিন বিশেষ প্রদর্শন হিসেবে মঞ্চায়িত হবে, কোচবিহার অনারসৃষ্টির প্রযোজিত নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন অবলম্বনে 'বাল্মিকী' নাটক।

advertisement

View More

আরও পড়ুনঃ প্রতিবন্ধী টেবিল টেনিস খেলোয়াড়দের সহযোগিতায় এগিয়ে আসছে না কেউ!

 

 

নাটক শিক্ষা প্রদানে অন্যতম এক ভূমিকা পালন করতে পারে তা বারে বারে প্রমাণিত হয়েছে এবং সেই সুবাদে আমাদের এই উদ্যোগ বলে জানান সংস্থার সভাপতি রতন নন্দী। স্কুল আমাদের শিক্ষা জগতের এক অপরিহার্য অঙ্গ ছাত্ররা স্কুলে নাটক চর্চার মাধ্যমে কি করে নিজেদেরকে আরো উন্নত করতে পারবে মূলত তার প্রচেষ্টাই এই নাটকের প্রতিযোগিতার আয়োজন।

advertisement

আরও পড়ুনঃ কর্মীর অভাবে বন্ধ পাঁচ লাইব্রেরি! দ্রুত খোলার আশ্বাস মেয়রের

 

 

জীবনে চলার পথে কোন ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে বা এগিয়ে চলার পথে প্রতিটা মুহূর্তেই এই নাটকের শিক্ষা অনেকটাই কাজে লাগতে পারে বলেন জানালেন নাট্যকর্মী প্রণব ভট্টাচার্য। এছাড়াও নাট্য উৎসবের প্রথম দিন স্কুল পড়ুয়াদের খুব উৎসাহের সাথে নাটক দেখতে আসতে দেখা যায় এদিন। তারা খুব আগ্রহী স্কুলে পড়াশোনার বাইরেও এই নাটক চর্চায় তাদের অনেক বন্ধু হয়েছে তারা অনেক নতুন কিছু শিখতে পারছে এবং ভবিষ্যতেও তারা নাট্য চর্চার করবে বলে জানালেন আকাশ দাস বলে এক শিক্ষার্থী।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: নাটকের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটাতে শুরু বিদ্যালয়ের নাট্যোৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল