হোম /খবর /শিলিগুড়ি /
প্রতিবন্ধী টেবিল টেনিস খেলোয়াড়দের সহযোগিতায় এগিয়ে আসছে না কেউ!

Siliguri: প্রতিবন্ধী টেবিল টেনিস খেলোয়াড়দের সহযোগিতায় এগিয়ে আসছে না কেউ!

একের পর এক সাফল্য আসছে। কিন্তু রাজ্য সরকার এখনও মুখ ফিরিয়ে। রাজ্যের তরফে কোনও প্রকার সহযোগিতা পাচ্ছেন না প্রতিবন্ধী টেবিল টেনিস তারকারা।

  • Share this:

#শিলিগুড়ি : একের পর এক সাফল্য আসছে। কিন্তু রাজ্য সরকার এখনও মুখ ফিরিয়ে। রাজ্যের তরফে কোনও প্রকার সহযোগিতা পাচ্ছেন না প্রতিবন্ধী টেবিল টেনিস তারকারা। শনিবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন ভারতী ঘোষ। শহর শিলিগুড়ি কে টেবিল টেনিসের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। সৌমজিত, অঙ্কিতার মত খেলোয়াড় শিলিগুড়ি থেকে টেবিল টেনিসে কমনওয়েলথ, অলিম্পিকের মত আন্তর্জতিক টুর্নামেন্টে অংশ নিয়েছে। গতমাসের ২৮ শে আগস্ট দ্বিতীয় ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ অফ দা ডেফ অনুষ্ঠিত হয় জীবন প্রভাত দাস মেমোরিয়াল ভোকেশনাল স্কুল অফ দা ডেফ। যেখানে শিলিগুড়ি থেকে ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পাঁচজন পদক জয় করে।

প্রতিবন্ধকতাকে নিয়ে এদের অনুশীলন করান টেবিল টেনিস কিংবদন্তি শিলিগুড়ির ভারতী ঘোষ এবং ফিজিক্যাল ট্রেনার দেব কুমার দে। এরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়তে এগিয়ে চলেছে।এরা ভালো সাফল্যে পেয়ে আশায়ই শনিবার নিজের বাড়িতে ডেকে মিষ্টিমুখ করে বাড়িতে সম্বর্ধনা দেওয়া হলো। বধির দের জন্য অলিম্পিক গেমসও রয়েছে। সেখানেও ভিন্ন দেশের মতো ভারত অংশগ্রহণ করে। এবং পদক নিয়ে আসে। মোট ২২৬ টি ইভেন্টে ১৮টি খেলার মধ্যে ৭১টি দেশের প্রতিনিধিত্বকারী ২৩৪৯ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করে।

আরও পড়ুনঃ কর্মীর অভাবে বন্ধ পাঁচ লাইব্রেরি! দ্রুত খোলার আশ্বাস মেয়রের

সেখানে ২০২১ সালে ভারত আটটি স্বর্ণ সহ ১৬ টি পদক জিতে বধির অলিম্পিকে তাদের সেরা পারফরম্যান্স রেকর্ড করেছে। বধির অলিম্পিক ২০২১ পদক তালিকায় ভারত নবম স্থানে ছিল। শিলিগুড়ি থেকেও সেখানে অনেকে অংশগ্রহণ করেছিল । এবং পদকও নিয়ে এসেছে। অথচ তাদের দিকে কেউ নজর দিচ্ছে না। উৎসাহ যোগাচ্ছে না বলে অভিযোগ ভারতী ঘোষের।

আরও পড়ুনঃ শিক্ষারত্ন পাচ্ছেন রণজয় দাস, ছাত্রদের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার

তবে স্বরণ, প্রিয়ম, শুভেচ্ছা এদের হয়তো কেউ নামই জানে না। অথচ কিছুদিন আগেই রাজ্য স্তরের বধিরদের টেবিল টেনিস প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে সফল হয়ে এসেছে। কিন্তু বরাবরই তারা বঞ্চিত রয়ে গিয়েছে বলে অভিযোগ শিলিগুড়ি অন্যতম প্রবীন খেলোয়াড় ভারতী ঘোষের। তিনি আরো বলেন সরকার বা মানুষ যদি প্রতিবন্ধী খেলোয়াড়দের দিকে না দেখে তাহলে উন্নতি সম্ভব না। তাই সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ করলো তিনি।

Anirban Roy
Published by:Soumabrata Ghosh
First published:

Tags: Siliguri, Table Tennis