স্কুল-কলেজের সমস্ত আধিকারিক আরটিও ট্রাফিক বিভাগের সমস্ত কর্মকর্তারা এই আলোচনা সভায় যোগদান করেন । কারণ স্কুল কলেজ গুলিতেই ভবিষ্যৎ প্রজন্ম বড় হচ্ছে। এবং তাদেরকে পথ নিরাপত্তা শেখাতেই কার্যত এই বৈঠক করা হয় এছাড়াও তিনি জানান প্রতিটা স্কুল এবং কলেজে পথ নিরাপত্তা নিয়ে নানান রকম সেমিনার হবে যেখানে ট্রাফিক আইন পথ নিরাপত্তা বিষয়ে শেখানো হবে।
advertisement
আরও পড়ুনঃ দিনে নয়, এবার থেকে শুধু রাতে হবে বিধান মার্কেটের সাফাইকাজ
সরকারি পরিসংখ্যান অনুযায়ী , গত বছর সড়ক দুর্ঘটনায় মোট ৫০৮১ জন মারা গেছে, যেখানে ২০২০ সালে ৪৭৩৮ জন মারা গেছে । এদিনের বৈঠকে পথ দুর্ঘটনা রুখতে সাবধানে গাড়ি চালানোর বিষয়ে মানুষকে সচেতন করার নির্দেশ দিয়েছেন পরিবহন মন্ত্রী। পাশাপাশি পথ নিরাপত্তা নিয়ে স্কুল ও কলেজের পড়ুয়াদের সচেতন করতে ট্রেনিং ক্যাম্প ও সেমিনার করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী ।
আরও পড়ুনঃ প্লাস্টিক বন্ধে মাটির কাপ বানিয়ে লাভের আশায় পাল পাড়ার মৃৎশিল্পীরা
তিনি আরো জানান নতুন প্রজন্ম যদি এই নিয়মকানুন সম্পর্কে ওয়াকিবহাল থাকে তাহলে তারা তাদের পথ চলার সময় যথেষ্ট সতর্কভাবে চলতে পারবে । এবং সে কারণে দুর্ঘটনাও কম হবে বলে আশাবাদী তিনি।
Anirban Roy