TRENDING:

Siliguri News: দীপাবলির আগে রঙ্গোলিতে মাতল শহর শিলিগুড়ি

Last Updated:

দীপাবলীর আগে রঙ্গোলিতে মেতে উঠল ছোট ছোট স্কুল পড়ুয়ারা। শহর শিলিগুড়ির শপিংমলে চোখ ধাঁধানো রঙ্গোলিতে মাতিয়ে দিল তারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: আর কিছুদিন বাদেই আলোর উৎসবে মেতে উঠবে সবাই। নানারকম আলোয় সেজে উঠবে চারিদিক। তবে বর্তমানে বেশ কয়েক বছর ধরে দীপাবলির আরেক আকর্ষণ হিসেবে হাজির হয়েছে রঙ্গোলি। যা বাড়ির সৌন্দর্যকে আরও খানিকটা বাড়িয়ে দেয়। রঙ্গোলির প্রচলন দক্ষিণ ভারতে বেশি হলেও রঙিন এই আল্পনা বর্তমানে সর্বভারতীয় রূপ পেয়েছে। যথারীতি বাংলাতেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে রঙ্গোলি। এবার শিলিগুড়ির একটি বেসরকারি শপিংমলে স্কুলের পড়ুয়াদের নিয়ে রঙ্গোলি প্রতিযোগিতার আয়োজন করা হল। আর সেখানেই রঙ্গোলির মধ্যে দিয়ে ছোট ছোট চিন্তাভাবনা ফুটিয়ে তুলল খুদেরা।
advertisement

আরও পড়ুন: মানুষ চাইছে না, পশু বলি বন্ধ হয়ে গেল এই ঐতিহ্যবাহী কালী মন্দিরে

রঙ্গোলির মাধ্যমে চন্দ্রযান, সীতার বনবাসের গল্প সহ বহু কিছু ফুটিয়ে তুলেছেন স্কুলের পড়ুয়ারা। শিলিগুড়ি শহরের ১০ টি স্কুলের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এই অনুষ্ঠানে বিচারক হিসেবে হাজির ছিলেন বাংলা সিরিয়ালের নামকরা অভিনেত্রী তনুশ্রী গোস্বামী। তিনি বলেন, সুযোগ পেলেই উত্তরবঙ্গে ছুটে আসি। উত্তরবঙ্গে আসাটা অত্যন্তই আনন্দের। আর এখানে এসে বাচ্চাদের তৈরি রঙ্গোলি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। এত কম সময়ে এত নিপুণ দক্ষতার সঙ্গে তারা অত্যন্ত সুন্দর সুন্দর রঙ্গোলি তৈরি করেছে।

advertisement

View More

চিত্রকূট কলা কেন্দ্রের একজন প্রশিক্ষক মৌলি রায় বলেন, আমাদের ইনস্টিটিউট থেকে কয়েকজন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। তারা রঙ্গোলির মাধ্যমে সীতার বনবাসের কাহিনী ফুটিয়ে তুলেছে। আশাকরি সবার ভাল লাগবে। অন্যদিকে মোদি পাবলিক স্কুলের এক ছাত্রী পায়েল গঙ্গোপাধ্যায় বলে, আমরা ৯ জন মিলে প্রায় দু’ঘণ্টা ধরে চন্দ্রযান এবং ট্র্যাডিশনাল রঙ্গোলির একটা ফিউশন তৈরি করেছি। সব মিলিয়ে দীপাবলির আগে রঙ্গোলিতে মেতে উঠল গোটা শহর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: দীপাবলির আগে রঙ্গোলিতে মাতল শহর শিলিগুড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল