আরও পড়ুন: মানুষ চাইছে না, পশু বলি বন্ধ হয়ে গেল এই ঐতিহ্যবাহী কালী মন্দিরে
রঙ্গোলির মাধ্যমে চন্দ্রযান, সীতার বনবাসের গল্প সহ বহু কিছু ফুটিয়ে তুলেছেন স্কুলের পড়ুয়ারা। শিলিগুড়ি শহরের ১০ টি স্কুলের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এই অনুষ্ঠানে বিচারক হিসেবে হাজির ছিলেন বাংলা সিরিয়ালের নামকরা অভিনেত্রী তনুশ্রী গোস্বামী। তিনি বলেন, সুযোগ পেলেই উত্তরবঙ্গে ছুটে আসি। উত্তরবঙ্গে আসাটা অত্যন্তই আনন্দের। আর এখানে এসে বাচ্চাদের তৈরি রঙ্গোলি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। এত কম সময়ে এত নিপুণ দক্ষতার সঙ্গে তারা অত্যন্ত সুন্দর সুন্দর রঙ্গোলি তৈরি করেছে।
advertisement
চিত্রকূট কলা কেন্দ্রের একজন প্রশিক্ষক মৌলি রায় বলেন, আমাদের ইনস্টিটিউট থেকে কয়েকজন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। তারা রঙ্গোলির মাধ্যমে সীতার বনবাসের কাহিনী ফুটিয়ে তুলেছে। আশাকরি সবার ভাল লাগবে। অন্যদিকে মোদি পাবলিক স্কুলের এক ছাত্রী পায়েল গঙ্গোপাধ্যায় বলে, আমরা ৯ জন মিলে প্রায় দু’ঘণ্টা ধরে চন্দ্রযান এবং ট্র্যাডিশনাল রঙ্গোলির একটা ফিউশন তৈরি করেছি। সব মিলিয়ে দীপাবলির আগে রঙ্গোলিতে মেতে উঠল গোটা শহর।
অনির্বাণ রায়