ইন্টারনেটের বাড়তে থাকা জনপ্রিয়তার সামনে মতো কার্যত ফিকে হয়ে পড়েছিল ডাকবিভাগের ব্যবসা। তাই, সাধারণ মানুষের কাছে ডাকটিকিটের জনপ্রিয়তা বাড়াতে নতুন কিছু করার ভাবনা এসেছিল বিভাগের কর্তাদের মনে। তারপরেই "মাই স্ট্যাম্প" এর সূচনা হয়েছিল। বর্তমানে খুব জনপ্রিয় হয় এই মাই স্ট্যাম্প। জানা গিয়েছে, ৩০০ টাকা দিয়ে ৫ টাকা দামের ১২ টি স্ট্যাম্প তৈরি হবে। যেই স্ট্যাম্প সারা ভারতবর্ষে প্রযোজ্য হবে।
advertisement
ডাকটিকিটে নিজের ছবি দেখতে চাইলে কী করতে হবে? জিপিও-র ডাকটিকিট বিভাগ বা ফিলাটেলি ব্যুরো জানিয়েছে, প্রথমে একটি ফর্ম ভর্তি করতে হবে। সেখানে নিজের বা যাঁর ছবি আপনি ডাকটিকিটে দেখতে চাইছেন তাঁর ছবি দিতে হবে। পূরণ করে দিতে হবে আবেদনপত্র।
আরও পড়ুন, আজকেও ঝড়বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে, প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
আরও পড়ুন, রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে চমক রাজ্যের, নজরে বিশেষ সাঁওতালি নৃত্যানুষ্ঠান
এর পরই কাউন্টার থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে কত দিন পর আপনাকে ফের আসতে হবে আপনার মনপসন্দ ডাকটিকিট নেওয়ার জন্য। নির্দিষ্ট সময়ে এলেই আপনাকে দেওয়া হবে একটি এ ফোর মাপের শিট। এখানেই এমন ডাকটিকিট থাকবে যার প্রতিটিতেই থাকবে আপনার বা আপনার কোনও প্রিয়জনের ছবি। ডাকবিভাগের কাছে অনুরোধ করলে বাড়িতে ডাকযোগেও পাঠিয়ে দেওয়া হবে এমন বিশেষ ডাকটিকিট।
অনির্বাণ রায়