President Draupadi Murmu's Kolkata Visit : রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে চমক রাজ্যের, নজরে বিশেষ সাঁওতালি নৃত্যানুষ্ঠান

Last Updated:

President Draupadi Murmu's Kolkata Visit : রাষ্ট্রপতির জন্য রাজ্যের তরফে যে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে মন্ত্রী বীরবাহা হাসদার নেতৃত্বে হবে একটি বিশেষ সাঁওতালি নৃত্যানুষ্ঠান। পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরাও দেবেন সংবর্ধনা রাষ্ট্রপতি কে।

আজ, সোমবার রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
আজ, সোমবার রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
কলকাতা : আজ, সোমবার রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর তাঁকে স্বাগত জানাতে বিশেষ চমক রাজ্য সরকারের। এদিন বিকেল ৪ টে ৫০ মিনিট থেকে সন্ধে ৬টা পর্যন্ত নেতাজি ইনডোর স্টেডিয়ামে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যের তরফে এই বিশেষ সংবর্ধনার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি থাকবেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস।সঙ্গে  থাকবেন এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তি। আর সেখানেই রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য রাজ্যের তরফে এক বিশেষ সাঁওতালি নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই আয়োজনের পুরোভাগে আছেন স্বয়ং মন্ত্রী বীরবাহা হাসদা। পাশাপাশি দুটি বিশেষ গানও অনুষ্ঠানে পরিবেশন করা হবে রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য। "ধনধান্য পুষ্প ভরা" এবং "বাংলার মাটি বাংলার জল"এই দুটি গান গেয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হবে রাজ্যের তরফে।
রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাবেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, কলকাতা পুরসভার মেয়র, রাজ্যের মুখ্যসচিব, সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত চারজন ব্যক্তি, তিনজন বিশিষ্ট শিল্পপতি এবং ক্রীড়াজগতের সঙ্গে যুক্ত চারজন ব্যক্তি যাঁদের মধ্যে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। নবান্ন সূত্রে খবর রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানানোর জন্য এই ভাবেই সূচি প্রস্তুত করা হয়েছে।
advertisement
আরও পড়ুন :  রাষ্ট্রপতি হওয়ার পর রাজ্যে প্রথম আসছেন দ্রৌপদী মুর্মু,রয়েছে ঠাসা কর্মসূচি
এই সংবর্ধনা অনুষ্ঠান শেষ হলেই তারপরেই মুখ্যমন্ত্রী, রাজ্যপাল তাঁদের নিজের বক্তব্য রাখবেন। তার পর বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা এই এক ঘন্টা ধরে হবে রাজ্য সরকারের তরফে সংবর্ধনা অনুষ্ঠান।
advertisement
advertisement
আরও পড়ুন : তান্ত্রিকের পরামর্শ! নৃশংস ভাবে হত্যা করে ১০ বছরের শিশুকে ‘নরবলি’ দিল তার আত্মীয়রাই
অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেসকোর্স হেলিপ্যাড এ রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন।তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে নবান্ন।পাশাপাশি এদিন রাজভবন এ বিশেষ নৈশভোজেরও আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
President Draupadi Murmu's Kolkata Visit : রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে চমক রাজ্যের, নজরে বিশেষ সাঁওতালি নৃত্যানুষ্ঠান
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement