West Bengal Weather Update: আজকেও ঝড়-বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে, প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

Last Updated:
Weather Update: আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
1/5
আজ, সোমবারও ঝড়-বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ আজ বাড়বে। বুধবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। উত্তরবঙ্গের পার্বত্য জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে।দক্ষি ণবঙ্গের প্রায় সব জেলাতে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ, সোমবারও ঝড়-বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ আজ বাড়বে। বুধবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। উত্তরবঙ্গের পার্বত্য জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে।দক্ষি ণবঙ্গের প্রায় সব জেলাতে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
2/5
দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর ,হাওড়া ও কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ  থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির অনুকূল থাকতে পারে আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে।
দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর ,হাওড়া ও কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ  থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির অনুকূল থাকতে পারে আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে।
advertisement
3/5
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ৪/৫ দিন সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ৪/৫ দিন সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/5
বুধবার পর্যন্তই এমন পরিস্থিতি থাকতে পারে। আজ, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৪ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ০.২ মিলিমিটার।
বুধবার পর্যন্তই এমন পরিস্থিতি থাকতে পারে। আজ, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৪ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ০.২ মিলিমিটার।
advertisement
5/5
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে বুধবার। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় । একটি অক্ষরেখা রয়েছে বিহার থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত যেটি মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ়, বিদর্ভ, কর্ণাটকের উপর দিয়ে গিয়েছে। আজ, সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ড এবং বিহারে আগামী ২৪ ঘণ্টায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী বুধ ও বৃহস্পতিবার উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে বুধবার। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় । একটি অক্ষরেখা রয়েছে বিহার থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত যেটি মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ়, বিদর্ভ, কর্ণাটকের উপর দিয়ে গিয়েছে। আজ, সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ড এবং বিহারে আগামী ২৪ ঘণ্টায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী বুধ ও বৃহস্পতিবার উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা।
advertisement
advertisement
advertisement