পাহাড়ের অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকাজ। তবে নানান কারণে সেখানকার কৃষকদের একটা বড় অংশের আয় বেশ কম। তাঁদের সহযোগিতা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জিটিএ। কৃষকদের ত্রিপল, জলের পাইপ সহ পলিহাউস গড়ে চাষ করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দেওয়া হয় কালিম্পঙ হর্টিকালচার বিভাগের তরফে।
আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ বছর পর ঘরে এসেছিল বিদ্যুৎ, কিন্তু সেই জমিই ছেড়ে দিতে হবে বন্দরকে!
advertisement
শুক্রবার ভালুখোপ এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পলিহাউস তৈরির সামগ্রীগুলি কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিটিএ সদস্য বিকাশ রাই। এছাড়াও ছিলেন সাব ডিভিশনাল হর্টিকালচার অফিসার সায়ন দেবনাথ। জিটিএ-র এমন উদ্যোগে খুশি গ্রামবাসীরা।
বর্ষায় পাহাড়ে অতিরিক্ত বৃষ্টি হয়। তার জেরে চাষ করতে গিয়ে সমস্যায় পড়েন কৃষকরা। কিন্তু পলিহাউস তৈরি করলে সেই সমস্যা অনেকটাই মিটবে। ফলে এই সমস্ত সামগ্রী পেয়ে খুশি সেখানকার কৃষকরা। এই প্রসঙ্গে হর্টিকালচার আধিকারিক সায়ন দেবনাথ বলেন, পাহাড়ের কৃষকদের বর্ষাকালে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই সময় কৃষকরা যাতে পলিহাউস ব্যবস্থার মাধ্যমে চাষ করে লাভবান হতে পারে তার জন্য উদ্যোগ নিয়েছে প্রশাসন।
অনির্বাণ রায়