যজ্ঞের মাধ্যমে ভগবানের কাছে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ুর পাশাপাশি তার শারিরীক সুস্থতা কামনা করা হয় । বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন সারা দেশে বিভিন্নভাবে পালন করা হচ্ছে৷ আমরা যজ্ঞ করে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করলাম । বিশ্বকর্মা পুজো ও প্রধানমন্ত্রীর জন্মদিন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।"আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন । দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশজুড়ে একাধিক কর্মসূচি পালন হচ্ছে গেরুয়া শিবিরের তরফে । পিছিয়ে নেই শহর শিলিগুড়িও । শহর শিলিগুড়িতে মোদির জন্মদিন উপলক্ষ্যে বিশাল যজ্ঞের আয়োজন করা হয় ৷ মূলত প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেই এই যজ্ঞের আয়োজন করা হয়েছিল এছাড়াও বিভিন্ন জায়গায় রক্তদান শিবির , চারা গাছ লাগানো থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির আয়োজন হয়েছে বিভিন্ন জায়গায় বলে জানান বিজেপি নেতা নান্টু পাল ।
advertisement
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয় শহর শিলিগুড়ির পাঞ্জাবী পাড়া এলাকার শিবমন্দিরে । নিষ্ঠাভরে সমস্ত নিয়ম মেনে প্রায় ২ ঘণ্টা সময় ধরে চলে যজ্ঞ ।যজ্ঞানুষ্ঠান শেষে বিধায়ক শংকর ঘোষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, দুটো দিক থেকে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ । প্রধানমন্ত্রীর জন্মদিন এবং বিশ্বকর্মা পুজো কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে । যে জায়গায় দাঁড়িয়ে সংস্কৃতি, উন্নয়ন এবং ঐতিহ্যের মেলবন্ধন খুঁজে পাচ্ছি । সমগ্র দেশ জুড়ে নানা ভাবে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ।
অনির্বাণ রায়