TRENDING:

Siliguri News: পরকীয়া সন্দেহে স্বামীর হাতে খুন! উদ্ধার হল রেণুকা খাতুনের দুই টুকরো দেহ ও মাথা

Last Updated:

শুক্রবার সকালেই বস্তাবন্দি মাথাহীন দেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল দেহটি উদ্ধার করে ফাঁসিদেওয়া থানায় নিয়ে যায়।পরবর্তীতে মাথার সন্ধান পাওয়া যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: অবশেষে বিপর্যয় মোকাবিলা টিমের লাগাতার তল্লাশির পরে পাওয়া গেল খুন হওয়া রেণুকা খাতুনের দেহ ও মাথা। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে স্ত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে দেহ দু'টুকরো করে ক্যানেলে ফেলে দিয়েছিল স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পরকীয়া সন্দেহে খুন! উদ্ধার হল খুন হওয়া রেণুকা খাতুনের দুই টুকরো দেহ ও মাথা
পরকীয়া সন্দেহে খুন! উদ্ধার হল খুন হওয়া রেণুকা খাতুনের দুই টুকরো দেহ ও মাথা
advertisement

প্রসঙ্গত গত ২৪ ডিসেম্বর শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের দাদাভাই কলোনির বাসিন্দা রেণুকা খাতুন নিখোঁজ হয়ে যান। কিন্তু আসল ঘটনা জানা যায় প্রায় ১২ দিন পর। পরিবার শিলিগুড়ি থানায় নিখোঁজ অভিযোগ করতেই তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ।

আরও পড়ুন: চা দোকানীর চড়ে বৃদ্ধ খুন! দীর্ঘদিন পলাতক থেকে অবশেষে গ্রেফতার

advertisement

এরপরই রেণুকা খাতুনের স্বামী মহম্মদ আনসারুলকে জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার থানায় ডাকা হয়। জিজ্ঞাসাবাদেই সে স্বীকার করে, সে তাঁর স্ত্রীকে খুন করেছে। পরকীয়া সম্পর্ক রয়েছে এই সন্দেহেই স্ত্রীকে খুন করে সে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় গোয়ালটুলি মোড়ের কাছে স্ত্রীকে নিয়ে যায় এবং সেখানেই স্ত্রীকে খুন করে দেহ দুই টুকরো করে। মাথাটি একটি বস্তায়, দেহটি আরেকটি বস্তায় ভরে ক্যানেলের জলে ফেলে দেয়।

advertisement

View More

আরও পড়ুন: পাহাড় যাচ্ছেন? আবহাওয়া জানেন তো! ঝলমলে শায়িত বুদ্ধ, কনকনে দার্জিলিং যেন স্বর্গ

বৃহস্পতিবার দেহের সন্ধানে তল্লাশি চালিয়েছে বিপর্যয় মোকাবিলা দল।যদিও দেহের সন্ধান পাওয়া যায়নি। এরপরই ক্যানেলের জল কমানো হয়।

শুক্রবার সকালেই বস্তাবন্দি মাথাহীন দেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল দেহটি উদ্ধার করে ফাঁসিদেওয়া থানায় নিয়ে যায়।পরবর্তীতে মাথার সন্ধান পাওয়া যায়। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই চটের বস্তায় পাওয়া যায় রেনুকা খাতুনের মাথা। অন্যদিকে ধৃত মহম্মদ আনসারুলকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তুলে ১৪ দিনের পুলিশ হেফাজতে নিয়েছে শিলিগুড়ি থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পরকীয়া সন্দেহে স্বামীর হাতে খুন! উদ্ধার হল রেণুকা খাতুনের দুই টুকরো দেহ ও মাথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল