এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়। চিতোরের বিধবা রানি কর্ণবতী মুঘল সম্রাট হুমায়ুনের সাহায্য প্রার্থনা করে একটি রাখি পাঠিয়েছিলেন।
advertisement
আরও পড়ুনঃ বাড়ছে উৎকণ্ঠা! এখনও নিখোঁজ তিস্তায় ঝাঁপ দেওয়া ডাক্তারি পড়ুয়া
এর পর থেকে এই উৎসবের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী, দার্জিলিং জেলা কমিটির সম্পাদক কাজল মিত্র জানান বিশেষ চাহিদা সম্পন্ন এই ছেলে মেয়েরা সারা বছরই বিভিন্ন রকম কাজকর্ম করে থাকে তাই তাদের নিয়ে আজকের দিনটি অতিসুন্দর ভাবে শিলিগুড়িবাসীর সাথে উৎযাপন করা হলো।
আরও পড়ুনঃ জাতীয় পতাকা বানানোর চাহিদা প্রচুর, কিন্তু সঠিক পারিশ্রমিক নেই দর্জিদের!
এছাড়াও তিনি আরো বলেন সারা ভারতব্যাপী এই অনুষ্ঠানটি পালন করা হয়ে আসছে। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় শহরের স্বেচ্ছাসেবী সংস্থানগুলি বিভিন্ন এলাকায় শহরের মানুষদের রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন। সবমিলিয়ে বহুদিন পর রাখির মেলবন্ধন উৎসবে আনন্দিত শহরবাসী।
Anirban Roy