Siliguri: বাড়ছে উৎকণ্ঠা! এখনও নিখোঁজ তিস্তায় ঝাঁপ দেওয়া ডাক্তারি পড়ুয়া
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সেবক করোনেশন ব্রিজের উপর থেকে তিস্তায় ঝাপ এক ডাক্তারি পড়ুয়ার। উত্তর প্রদেশ থেকে ডাক্তারি পড়তে শিলিগুড়ি এসেছিল এক তরুণ।
#শিলিগুড়ি : সেবক করোনেশন ব্রিজের উপর থেকে তিস্তায় ঝাপ এক ডাক্তারি পড়ুয়ার। উত্তর প্রদেশ থেকে ডাক্তারি পড়তে শিলিগুড়ি এসেছিল এক তরুণ। বুধবার সন্ধ্যায় সেবক করোনেশন সেতু থেকে ভরা তিস্তায় ঝাপ দিলেন তিনি। প্রথম বর্ষের বছর ২৯ এর ছাত্রটি ঝাঁপ দেওয়ার আগে সহপাঠীদের ফোনে জানিয়ে দেন আত্মহত্যা করতে যাওয়ার কথা। প্রসঙ্গত, গত মাসে কলকাতায় দুটি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া আত্মহত্যার পথ বেছে নেন। প্রথমে নীলরতন সরকার কলেজে পড়ে ন্যাশনাল মেডিকেল কলেজে। ফাইনাল ইয়ারের একছাত্রী ও আত্মঘাতী হন সেখানে এর মূলে মানসিক অবসাদ ধরে নিয়ে কদিন আগে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্স এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে, পড়ুয়াদের মানসিক অবসাদ কাটাতে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল স্টুডেন্টস অ্যাফেয়ার্সের ডিন সন্দীপ সেনগুপ্ত জানান ওই তরুণ প্রথম থেকেই মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। এখানে ওর চিকিৎসাও চলছিল। চিকিৎসায় অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন।
পরে সেবক পুলিশের কাছ থেকে তারা এই খবর পান যে ওই ছাত্র করোনেশন সেতু থেকে তিস্তা নদীতে ঝাঁপ দিয়েছেন। খুবই বেদনাদায়ক ঘটনা বলে তারা জানান।সেবক ফাঁড়ির পুলিশ অফিসার তপন দাস জানান এদিন সন্ধ্যে নাগাদ এক তরুণীকে স্থানীয় একজন তিস্তা নদীতে ঝাঁপ দিতে দেখেন খবর পেয়েই ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে ডাকা হয়। রাত পর্যন্ত চলছিল খোঁজ।
advertisement
আরও পড়ুনঃ বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িস ইউনিয়নের বিক্ষোভ
দেহ এখনো পাওয়া যায়নি। তার মোবাইল ও আধার কার্ড পড়েছিল সেতুর ওপর। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ এই তরুণের ফোন থেকে শেষ কলগুলো যে করা হয়েছিল সেই সূত্র ধরে তার সহপাঠীদের সাথে কথা বলে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুর নাগরিকদের আরও ভাল পরিষেবা দিতে চালু ৩ সুস্বাস্থ্য কেন্দ্র
সহপাঠীরা পুলিশকে জানিয়েছেন ওই তরুণ বিকেলে সহকারীদের ফোন করে আত্মহত্যার কথা বলেছেন সহপাঠীরা এমন কাজ করতে নিষেধ করেন বারবার বলেন তারা সেবকে আসছেন কিন্তু এরই মধ্যে সেই তরুণ তিস্তায় ঝাপ দিয়ে দেয়। সহপাঠীদের চোখে বেদনার ছায়া নেমে এসেছে।
advertisement
Anirban Roy
Location :
First Published :
August 11, 2022 3:13 PM IST