Siliguri: পুর নাগরিকদের আরও ভাল পরিষেবা দিতে চালু ৩ সুস্বাস্থ্য কেন্দ্র

Last Updated:

শিলিগুড়ি পুরো নিগমের ৩ টিওয়ার্ডের বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসা সহ শিশুদের টিকাকরণের সুবিধার্থে চালু হলো সুস্বাস্থ্য কেন্দ্র।

#শিলিগুড়ি : শিলিগুড়ি পুরো নিগমের ৩ টিওয়ার্ডের বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসা সহ শিশুদের টিকাকরণের সুবিধার্থে চালু হলো সুস্বাস্থ্য কেন্দ্র। শিশুদের টিকাকরণের সুবিধার্থে মূলত এই ব্যবস্থা শিলিগুড়ি পুরো নিগমের তরফ থেকে। ৩৩ নম্বর ওয়ার্ড ছাড়াও আজ থেকে ও ৪৬ নম্বর ওয়ার্ডেও চালু হলো প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র।প্রসঙ্গত উল্লেখ করা যায় শিলিগুড়ি শহরে এখনো পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্র মাত্র দুটো ছিল ।এইবার আরও তিনটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো। এতে প্রতিটি ওয়ার্ড ভিত্তিক বাসিন্দাদের চিকিৎসার জন্য আর দূরে দূরে ছুটতে হবে না। এবার তারা নিজেদের ওয়ার্ডেই প্রাথমিক চিকিৎসা টুকু অন্তত করাতে পারবেন। রাজ্য সরকারের তরফে নটি সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের অনুমতি শিলিগুড়ি পুরো নিগম পেয়েছে এবার সেটাই ফলপ্রসু করার পালা বলে জানালেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা তারা জানিয়েছেন সুভাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ায় অনেক অনেক উপকার হলো আমাদের।
 
 
advertisement
কারণ প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের দূরে ছুটতে হতো এবার আর তা করতে হবে না। বাড়ির কাছেই সুস্বাস্থ্য কেন্দ্রে হওয়ায় আমাদের প্রাথমিক চিকিৎসা টুকু আমরা করাতে পারবো বলে জানিয়েছেন বাসিন্দারা.
advertisement
 
এদিন মেয়র গৌতম দেব ডেপুটিয়ার রঞ্জন সরকার দুই নাম্বার বোরো চেয়ারম্যান মোঃ আলম খান ৩৩ নম্বর ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্রে উদ্বোধন করেন এছাড়া উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট চিকিৎসক জে বি সাহা বি তরফদার সহ অন্যান্যরা। সকলেই কার্যত খুশি এই সুস্বাস্থ্য কেন্দ্রটি স্থাপিত হওয়ায়।
advertisement
 
বিষয়ে মেয়র গৌতম দেব বলেন আগেই রাজ্য সরকারের তরফে টি সুস্বাস্থ্য কেন্দ্র করার অনুমতি পেয়েছি এর আগে টি সুস্বাস্থ্য কেন্দ্র ছিল শিলিগুড়িতে আজ আরও টি কেন্দ্রের উদ্বোধন করা হচ্ছে। বাকি কেন্দ্রগুলি অতিসত্বর সূচনা করা হবে এর পাশাপাশি ডাক্তার স্বাস্থ্যকর্মীদেরও নিয়োগ করা হবে, ওই কেন্দ্র গুলির জন্য।
advertisement
 
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: পুর নাগরিকদের আরও ভাল পরিষেবা দিতে চালু ৩ সুস্বাস্থ্য কেন্দ্র
Next Article
advertisement
Cyclone Senyar Update: উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! বাংলায় এর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে !
  • ক্রমশ উত্তর-পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ !

  • বুধবারের মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়?

  • জেনে নিন বঙ্গে এর কী প্রভাব পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement