কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বড় কোন গাড়ি গেলে ভয় লাগে যে শরীরের উপর উল্টে পড়বে না তো বলে জানালেন এলাকাবাসী অভিজিৎ বাবু। কার্যত ভূপেন্দ্রনগর এলাকা একটু নিচু হওয়ায় জল খুব তাড়াতাড়ি জমে যায়, নিকাশি ব্যবস্থাও ঠিক নেই ফলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার বাসিন্দাদের বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গু মোকাবিলায় শিলিগুড়ি পুরনিগমের হাতিয়ার গাপ্পি মাছ!
বহুদিন ধরেই অভিযোগ জানানো হলেও এই রাস্তা এখনো ঠিক করা হয়নি ।আশেপাশের স্থানীয় লোকেরা সবাই মিলেই নিজেরাই মাটি ফেলে রাস্তা উঁচু করে কিছুটা রেহাই পাওয়ার চেষ্টা করলেও সুরাহা হয়নি। । ,\"একটু বর্ষা হলেই জল জমে যায় , রাস্তা ঘাট দিয়ে চলা দুর্বিসহ হয়ে ওঠে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে\" বলে জানান স্থানীয় বাসিন্দা বিশাল রায় ।
আরও পড়ুনঃ শুধু দোকানেই নয়! পোস্ট অফিসেও পাওয়া যাচ্ছে জাতীয় পতাকা
বছরকে বছর চলে যায় তবুও ঠিক হয় না রাস্তা ঠিক হয়না নিকাশি ব্যবস্থা। চিন্তায় ভূপেন্দ্রনগর এলাকার বাসিন্দারা। প্রশাসনের কাছে তাদের একটাই আর্জি যত তাড়াতাড়ি সম্ভব যেন রাস্তার ঠিক করে দেওয়া হয়.
Anirban Roy