সেই তালিকায় কলেজ পড়ুয়া থেকে শিশু বাদ যাচ্ছে না কেউ। প্রশাসনিক ঢিলেমিতে প্রতিনিয়ত বেড়ে চলছে নেশা আসক্তদের সংখ্যা। শহরবাসী ও পুলিশ প্রশাসন সূত্রে খবর, সন্ধ্যা নামলেই শিবমন্দির নরসিংহ স্কুলের মাঠে বসে নেশার আসর। সেখানে নেশা হয় মূলত গাঁজা ও আঠার। জমজমাট নেশাকেন্দ্র হয়ে উঠেছিল এই মাঠ। কেন না, এই মাঠে নিজেদের মতো একটু আড়াল খুঁজে নিয়ে দেদার চলছে নানা ধরনের নেশা করা। কেউ কেউ আবার কিছুর পরোয়া না করে প্রকাশ্যেই নেশা করে বিনা বাধায়।
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত শিলিগুড়ি পুরনিগম
শিবমন্দির নরসিংহ বিদ্যাপিঠ চত্বরে গাঁজা সহ আটক একজন৷ স্কুল সুত্রে জানা গেছে স্কুল চত্বরে এসে বেশ কিছু স্কুলের ছাত্র—ছাত্রীদের মধ্যে তারা নেশার দ্রব সরবরাহ করে৷ সেরকম করেই শুক্রবার স্কুলের প্রথম ক্লাস চলাকালিন স্কুলের এক শিক্ষক ক্লাস নেওয়ার সময় দেখতে পান বেশ কয়েকজন যুবক স্কুল বাউন্ডারি ওয়ালের বাইরে একত্রিত হয়েছে৷ তাদের দেখে সেই শিক্ষকের সন্দেহ হয় এবং সেই বিষয়ে তিনি প্রধান শিক্ষককে জানান৷ এর পর প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা সেই যুবকদের তাড়া করেন৷
আরও পড়ুনঃ এনজেপি চত্বরে ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশে দিশেহারা ১০০ পরিবার
বাকিরা পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন৷ তার কাছ থেকে একটি ব্যাগে গাঁজা পাওয়া যায়৷ এর পর তারা খরব দেন মাটিগাড়া থানায়৷ মাটিগাড়া থানার পুলিশ এসে যুবককে আটক করে থানায় নিয়ে যায়৷ যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কতৃপক্ষ৷ ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ৷
Anirban Roy