TRENDING:

Siliguri: শিলিগুড়ি মেডিক্যাল কলেজের করিডর যেন বাইকের পার্কিং লট! চূড়ান্ত সমস্যায় রোগীরা

Last Updated:

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মানুষ তথা রোগীদের যাতায়াতের জন্য ব্যবহৃত করিডর গুলি কার্যত দখল নিচ্ছে বাইক স্কুটিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মানুষ তথা রোগীদের যাতায়াতের জন্য ব্যবহৃত করিডর গুলি কার্যত দখল নিচ্ছে বাইক স্কুটিতে। কার্যত বাইক পার্কিং এর জায়গা হয়ে দাড়িয়েছে এই করিডোরগুলি। রোগীদের জায়গায় বাইক নিয়ে যাতায়াত করছে মানুষজন। বিশাল আয়তনের এই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালের এক ওয়ার্ড থেকে আর এক ওয়ার্ডে ট্রলি ও হুইল চেয়ারে করে রোগী নিয়ে যাওয়ার জন্যই ব্যবহার করা হয় এই করিডর গুলি। কিন্তু নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেশ কিছুদিন ধরে এই করিডর গুলি দিয়ে প্রচুর মানুষ বাইক স্কুটি সাইকেল নিয়ে বেপরোয়া গতিতে যাতায়াত করে এবং যেখানে সেখানে গাড়ি পার্ক করে রেখে চলে যায়। তাতে সমস্যায় পড়তে হচ্ছে রোগী নিয়ে যাতায়াত কারী রোগীর পরিজনদের।
advertisement

 

 

প্রসঙ্গত, প্রায় ৭৫ বছর পুরোনো এই মেডিক্যাল কলেজ এবং তার পরিধিটা অনেক বড়। একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টের দূরত্ব অনেকটা দূরে। রোদ বৃষ্টিতে যাতে রোগী পরিজনদের অসুবিধা না হয়, তাই এই করিডোরগুলি বানানো হয়েছিল। এই করিডোরে ঢোকার প্রায় ২০ থেকে ২২ টা মুখ রয়েছে। কিন্তু এত বড় পরিধি হওয়ায় সিকিউরিটি গার্ড রাখা অসম্ভব হয়ে পড়েছে বলে জানান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

advertisement

View More

আরও পড়ুনঃ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে রাখি বন্ধন উৎসব

 

 

তবে নতুন যে বিল্ডিংগুলো রয়েছে তাতে এরকম ধরনের অসুবিধা হয় না। তবে কিছু কিছু লোক রাস্তা থাকা সত্ত্বেও এই করিডোরগুলি ব্যবহার করায় সমস্যায় পড়তে পারেন রোগীসহ তার পরিজনেরা। এমনিতেই মেডিক্যাল কলেজে ট্রলিতে করে রোগী নিয়ে যাওয়ার জন্যে নেই কোনো ট্রলি বয়, রোগীর পরিজনদের ট্রলি বহন করতে হয়।

advertisement

আরও পড়ুনঃ বাড়ছে উৎকণ্ঠা! এখন‌ও নিখোঁজ তিস্তায় ঝাঁপ দেওয়া ডাক্তারি পড়ুয়া

 

 

এ বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডক্টর সঞ্জয় মল্লিক জানিয়েছেন কিছু কিছু মানুষ করিডোর গুলোকে নিজেদের রাস্তা মনে করছে। এটা একেবারেই উচিত নয়। মেডিক্যাল কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশ বোর্ড লাগানো সত্ত্বেও কেউ তা মানছে না। অবিলম্বে ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেডিকেলের সুপার ডঃ সঞ্জয় মল্লিক।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: শিলিগুড়ি মেডিক্যাল কলেজের করিডর যেন বাইকের পার্কিং লট! চূড়ান্ত সমস্যায় রোগীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল