সন্দেহের বসে তাকে যখন একের পর এক জিজ্ঞাসা করা হয় তখন সে বলতে বাধ্য হয় যে নেশার ওষুধ বিক্রি করার জন্য সে সেখানে এসেছিল। তারপর এলাকাবাসীরা সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আটক করতে গেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।কিন্তু পালাতে সফল হয়নি সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তারপর এলাকাবাসীরা তাকে মারধর শুরু করলে তার কাছ থেকে সেই নেশার ওষুধ গুলো উদ্ধার হয়।
advertisement
আরও পড়ুনঃ নিরাপত্তা বাড়াতে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে শহর!
এলাকাবাসীরা থানায় অভিযোগ দায়ের করে।অভিযোগ পাওয়ার সাথেই তদন্ত নামে পুলিশ। এবং জানা গেছে,সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি নেশার ওষুধ গুলো কাউকে বিক্রি করার জন্য এসেছিল। শহর জুড়ে বেড়েছে নেশারুদেরউপদ্রব। শহরের যত্রতত্র কম বয়স্ক ছেলেদের নেশা করতে চোখে পড়ে বলে অভিযোগ এলাকাবাসীর।
আরও পড়ুনঃ লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে পূজোর সামগ্রী ফেলার কন্টেইনার
কিছুদিন যাবত এই নেশা পরিমাণ প্রচুর বেড়েছে ঠিক কোথা থেকে এগুলি আসছে এবং কিভাবেই বিক্রি করছে কাকেই বা বিক্রি করছে বোঝা মুশকিল। দিন দিন শহরের পরিস্থিতি যদি এরকম পর্যায়ে পৌঁছায় তাহলে ভবিষ্যৎ তলানিতে ঠেকবে বলে জানান এলাকার বাসিন্দা মনোজ সরকার।
Anirban Roy