Siliguri: নিরাপত্তা বাড়াতে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে শহর!

Last Updated:

শহরের নিরাপত্তা ও নজিরদারি বাড়াতে সিসি ক্যামেরায় মুড়ে ফেলার উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।

#শিলিগুড়ি : শহরের নিরাপত্তা ও নজিরদারি বাড়াতে সিসি ক্যামেরায় মুড়ে ফেলার উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। প্রায় পাঁচশোটি সিসি ক্যামেরার মাধ্যমে গোটা শহর জুড়ে নজরদারি চালাবে পুলিশ। আর তাতে একদিকে যেমন অপরাধ দমনে সহায়তা মিলবে, পাশাপাশি কমবে দূর্ঘটনার সংখ্যাও। বৃ্হস্পতিবার ৮৮ টি সিসি ক্যামেরা ও অত্যাধুনিক কন্ট্রোল রুমের সূচনা হয়। এদিন ওই কন্ট্রোল রুম ও সিসি ক্যামেরার উদবোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা ও ডেপুটি পুলিশ কমিশনার জয় টুডু।পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থানার অধীন ওই কন্ট্রোল রুম ও সিসি ক্যামেরায় নজরদারি চালানো হবে। এছাড়াও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন প্রধাননগর থানা এলাকায় ৪০ টি, বাগডোগরা থানা এলাকায় ৪৫ টি, মাটিগাড়া থানা অধীন জাতীয় সড়ক, এশিয়ান হাইওয়ে ও রাজ্য সড়কে ৩০ টির উপর সিসি ক্যামেরা বসানো হয়েছে কমিশনারেটের তরফে।
 
 
advertisement
 
অন্যদিকে, শিলিগুড়ি পৌরনিগম কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সহযোগিতায় শিলিগুড়ির বিধানরোড, সেভক রোড, এসএফ রোড, হিলকার্ট রোডে শতাধিক ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। তবে এবার শিলিগুড়ি শহরের সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে কমিশনারেট। শহরে প্রবেশ বেরোনোর অর্থাৎ ট্রানজিট পয়েন্টগুলোতে সিসি ক্যামেরার বসানোর উদ্যোগ নিয়েছে।
advertisement
 
শিলিগুড়ি নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, ঘোষপুকুর, আমবাড়ি, রাজগঞ্জের গন্ডার মোড়, শালবাড়ির মতো সীমান্ত এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। তবে ওই সব এলাকায় আরও সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।
advertisement
 
তিনি বলেন, \"শহর জুড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আরও ক্যামেরা বসানো হবে। এদিন ৮৮ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। তার মধ্যে ২৩ টি বুলেট ক্যামেরা। আমরা শহরের সীমান্ত এলাকায় বিশেষ নজরদারির জন্য আরও সিসি ক্যামেরা বসানো হবে। শুধু অপরাধ দমনে নয়, যানজট নিয়ন্ত্রণ দূর্ঘটনার বিষয়েও সিসি ক্যামেরার নজরদারি অনেকটাই সহায়ক হয়।\"
advertisement
 
 
 
Anirban Roy
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: নিরাপত্তা বাড়াতে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে শহর!
Next Article
advertisement
West Bengal Weather Forecast: ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে

  • দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement