অভিযুক্তরা শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তিদের নাম যথাক্রমে রাজকুমার সাহানি (৩৮) ও জলন্দর সাহানি (২৮) । এদিন তল্লাশি চালিয়ে এদের কাছ থেকে উদ্ধার হয় একটি ৭.৬৫ মিমি ইম্প্রোভাইজড ফায়ার আর্মস এবং তিনটি কার্তুজ। এই বিষয়ে যথাযথ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়।
advertisement
আরও পড়ুন: Siliguri News: মাদক পাচারের আগেই ছক ভেস্তে দিল পুলিশ! গ্রেফতার দুই যুবক
জানা গিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতেই সোমবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীন এসওজি এবং এনজেপি থানা যৌথভাবে ফুলবাড়ি এলাকার ক্যানাল রোড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয় ।
আরও পড়ুন: লুকিয়ে সীমান্ত পেরিয়ে মালদহে বাংলাদেশি যুবক, পরের কাণ্ড মারাত্মক
অভিযান চালিয়ে ২ যুবককে গ্রেফতার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় ৭.৬৫ এমএম ইম্প্রোভাইজড পিস্তল । এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ৩টি তাজা কার্তুজ । তবে ধৃতরা ওই আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে এসেছিল এবং সঠিক কী উদ্দেশ্য ছিল তাদের তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
অনির্বাণ রায়