গৌতম দেব বলেন, ডিসেম্বর মাসের মধ্যেই স্টেডিয়ামের কাজ শুরু করে দেওয়া হবে। কলকাতা এমনকি দিল্লির আর্কিটেক্ট দিয়ে স্টেডিয়ামের ডিজাইন করা হবে। এছাড়াও তিনি আরো জানান,দুর্গাপুজোর পরেই খুলে দেওয়া হচ্ছে শিলিগুড়ির ইনডোর স্টেডিয়াম। খুলে দেওয়া হবে বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলটিও। যুব কল্যাণ দফতরের তরফে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামটির আমূল সংস্কার করার কথা বলা হলেও তা করা হয়নি।
advertisement
আরও পড়ুনঃ পথ নিরাপত্তা নিয়ে সচেতন হওয়ার বার্তা পরিবহণ মন্ত্রীর
স্টেডিয়ামটি রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থা। তাই যুব কল্যাণ দফতর পাঁচ বছরের জন্য স্টেডিয়াম শিলিগুড়ি পুরোনো নিয়মের হাতে তুলে দেয় টাকা দিয়ে স্টেডিয়ামের কিছু কাজ করা হচ্ছে। এর জন্য আর্কিটেক্টদের সঙ্গে কথা বলা হচ্ছে যুব কল্যাণ দফতরের তরফেও টাকা বরাদ্দ করা হবে। দুটো বড় হলঘর চেঞ্জ রুম ফেন্সিং ও সৌন্দর্যায়নের কাজ করা হবে। পাশাপাশি ড্রেনের সিস্টেম সংস্কারের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ দিনে নয়, এবার থেকে শুধু রাতে হবে বিধান মার্কেটের সাফাইকাজ
মেয়রের সংযোজন \"ক্রীড়াদীপ্তি সুন্দর করে তৈরি করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে স্টেডিয়ামের ফসিন ব্লকের ওপর সেট তৈরি করার পরিকল্পনা রয়েছে পরবর্তীতে গোটা মাটিতে সেট দেওয়া হবে তৈরি করার কথা ভাবা হচ্ছে তার ওপর ভলিবল বাস্কেট বল খেলানোর পরিকল্পনাও করা হচ্ছে।\"সব মিলিয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম নতুনরূপে সাজতে চলেছে এতে খুশি খেলা প্রেমী মানুষেরা।
Anirban Roy