TRENDING:

Siliguri: 'আজাদি কা অমৃত মহোৎসব'-এ বিএসএফের নৌ প্রতিযোগিতা

Last Updated:

গজলডোবায় ভোরের আলোতে, স্বাধীনতার ৭৫ বছর অমৃত মহোৎসব উপলক্ষ্যে বিএসএফের উদ্যোগে জল মহোৎসব তথা নৌকা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজগঞ্জ : গজলডোবায় ভোরের আলোতে, স্বাধীনতার ৭৫ বছর অমৃত মহোৎসব উপলক্ষ্যে বিএসএফের উদ্যোগে জল মহোৎসব তথা নৌকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার নাম রাখা হয় আজাদী কা জল মহোৎসব। শুক্রবার রাজগঞ্জের গজলডোবায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইন্ডিয়ান এয়ার ফোর্স, এসএসবি, বিএসএফ, সিআরপিএফ, এনসিসি, পশ্চিমবঙ্গ পুলিশ, রেল পুলিশ, বনদপ্তর ও সেচ দপ্তর অংশগ্রহণ করে। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তিস্তা - মহানন্দ লিংক ক্যানেলে প্রতিযোগিতামূলক বোট রেসিংয়ের আয়োজন করা হয়। ওই প্রতিযোগিতায় বিভিন্ন বাহিনীর জওয়ানরা অংশগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা যুদ্ধের পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত - চীন যুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের হাজার হাজার জওয়ান আত্ম বলিদান দিয়েছেন।
advertisement

 

 

দেশ গঠনে যাদের অবদান রয়েছে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাতেই জল মহোৎসবের আয়োজন করা হয়। প্রসঙ্গত উল্লেখ করা যায় জলপাইগুড়ি জেলার গাজোলডোবা তিস্তা-মহানন্দা লিঙ্ক ক্যানেলে পারে বিন্নাগুড়ি সেনাবাহিনীর ঊদ্যোগে এর আগেও আয়োজিত হয়েছিল বোট রেসিং প্রতিযোগিতা তবে এবার আজাদি কা জল -অমৃত মহোৎসব- ২০২২ পালন করতে আরও বড় করে আড়ম্বরের সাথে এদিন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এদিন স্বাধীনতার ৭৫বছর পূর্তি উপলক্ষে নানান রকম সংস্কৃতি অনুষ্ঠান সহ সেনাবাহিনীর কুচকাওয়াজ প্রদর্শিত হল।

advertisement

View More

আরও পড়ুনঃ ইকো ফ্রেন্ডলি পুজো করতে বদ্ধপরিকর শিলিগুড়ি পুরনিগম

 

 

এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ভারতবর্ষের বিভিন্ন এলাকার সেনা জওয়ানেরা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করলেন। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নৌকা,এবং বাইচ প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লেফটেন্যান্ট জেনারেল শ্রী তরুণ কুমার আইচ।

advertisement

আরও পড়ুনঃ শিলিগুড়ি মেডিক্যাল কলেজের করিডর যেন বাইকের পার্কিং লট! চূড়ান্ত সমস্যায় রোগীরা

 

 

তিনি জানান এই উৎসব সাইকেল রেলি করে বাইক রালি করে যেমন প্রদর্শিত হয়ে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আমরা এই বোট রেসিং করে আজাদীকা জল মহোৎসব আজকের দিনে পালন করলাম। ভবিষ্যৎ প্রজন্মকে আরো উৎসাহিত করতে এই রেসিং প্রতিযোগিতাটি রাখা হয়েছে। এছাড়াও ইন্ডিয়ান আর্মির বেশ কিছু ডিপার্টমেন্টও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের জেল দেখে বর্তমান প্রজন্মের ছেলেরা আরো আগ্রহ পাবে বলে জানালেন তিনি।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: 'আজাদি কা অমৃত মহোৎসব'-এ বিএসএফের নৌ প্রতিযোগিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল