কিন্তু পারিশ্রমিক গত ৪-৫বছরের তুলনায় একেবারেই বাড়েনি। অথচ বাজারে কাপড় নেই, থাকলেও তা অনেক চড়া দাম দিয়ে কিনতে হচ্ছে। নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাই প্রশাসনের কাছে তাদের আর্জি যেন দর্জি ভাইদের দিকে একটু মুখ ফিরে তাকানোর হয়।
advertisement
আরও পড়ুনঃ বাড়ছে উৎকণ্ঠা! এখনও নিখোঁজ তিস্তায় ঝাঁপ দেওয়া ডাক্তারি পড়ুয়া
প্রসঙ্গত উল্লেখ করা যায়,বছরে তিন বার দেশের পতাকা তৈরি করেন শিলিগুড়ির চয়নপাড়ার দর্জিরা। এবার অমৃত মহৎসবের জন্য চাহিদা রয়েছে জাতীয় পতাকার। সারা বছর যেমন তেমন ভাবে চললেও। ২৩শে জানুয়ারি, ২৬শে জানুয়ারি ও ১৫ই অগাস্টের আগে চাহিদা বারে জাতীয় পতাকার।
আরও পড়ুনঃ পুর নাগরিকদের আরও ভাল পরিষেবা দিতে চালু ৩ সুস্বাস্থ্য কেন্দ্র
কাপড়, সুতো ও করিগরদের মজুরি বৃদ্ধি পেলেও দেশের জন্য জাতীয় পতাকা তৈরি করতে চায় তারা। দেশের জন্য কাজ করে তারা আজ রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে বঞ্চিত। দেশের অমৃত মহোৎসব এবার হয়তো তাদের মুখে হাসি ফোটাবে।
Anirban Roy