জানা গিয়েছে, প্রতিদিনের মত বুধবার সকালে বাজারে মাছ বিক্রি করতে বেরিয়ে যান সঞ্জয় দাস। পরে বাড়ির অন্যান্য সদস্যরাও কাজে বেরিয়ে যায়।ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে তালা ভেঙে চুরি করে চম্পট দেয় চোর।বাড়িতে আসার পরই চুরির ঘটনা নজরে আসে সঞ্জয়ের। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ এ যেন এক টুকরো কাতার! জায়ান্ট স্ক্রিনে মাঠে বিশ্বকাপ দেখছে গোটা গ্রাম, কোথায় জানেন!
প্রসঙ্গত, সঞ্জয় দাস মাছ ব্যবসায়ী। তিনি জানান, প্রতিদিনের মতো এ দিনও সকাল ছ'টা নাগাদ শিলিগুড়ি ফুলেশ্বরী বাজারে মাছ বিক্রি করতে চলে যান। বাড়ির অন্যান্য সদস্যরাও সকাল ন'টার পর থেকেই বেরিয়ে যান। তারপর থেকে ঘর ফাঁকা ছিল। আর এই সুযোগেই ঘরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালঙ্কার-সহ টাকা পয়সা নিয়ে চম্পট দিয়ে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
প্রসঙ্গত, এটাই প্রথম নয়। এর আগেও ওই এলাকায় এরকম চুরির ঘটনা ঘটেছে। কে বা কারা চুরি করছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ঘটনার পেছনে কোনও চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
অনির্বাণ রায়