তিনি বিগত আট বছর ধরে মাশরুম চাষ করছেন ৷ এই মাশরুম চাষ করে বেকার ছেলে—মেয়েদের স্বনির্ভর হওয়ার রাস্তা দেখাচ্ছেন তিনি ৷ তিনি পেষায় একজন বিমা কোম্পানির কর্মী ৷ প্রথম প্রথম মাশরুম চাষ বিকল্প উপার্জনের উপায় হিসেবে করলেও পরে তিনি এই কাজকে পেশা করে নিয়েছেন ৷ এখন তিনি মাশরুম চাষ করে মাশরুম বিক্রি করার পাশাপাশি বাড়িতেই তৈরি করছেন মাশরুমের আচার ৷ তিনি জানিয়েছেন কম পুঁজিতে যে কেউ এই কাজ করতে পারেন ৷ যদি কেউ মাশরুম চাষ করতে আগ্রহী থাকেন তাঁকে তিনি নিজের এলাকার বিডিও অফিস বা হর্টিকালচার অফিসে যোগাযোগ করতে বলেছেন বা তাঁর কাছে এলেও তিনি সমস্ত রকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন ৷
advertisement
আরও পড়ুন : রয়েছে তাঁর ব্যবহৃত নানা জিনিস, অতীতে বিপ্লবীদের গোপন আখড়া এই মঠে দু’দিন ছিলেন নেতাজি
অন্যদিকে মাশরুম চাষ করে স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন মাটিগাড়া ব্লকের আঠারোখাই গ্রামপঞ্চায়েত এর তারিজোত এলাকার বাসিন্দা সঞ্জীব রায় ৷ তিনি পেশায় ই-রিকশচালক ৷ তার মাঝেই বিকল্প উপার্জনের উপায় হিসেবে তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে মাশরুম চাষ করছেন ৷
আরও পড়ুন : চালের আকাশছোঁয়া দাম কমবে কবে, জানুন ব্যবসায়ীরা কী বলছেন
তিনি জানিয়েছেন বাজারে মাশরুমের খুব চাহিদা রয়েছে কিন্তু উৎপাদন কম ৷ তাই যদি কেউ মাশরুম চাষ করে স্বনির্ভর হতে চান, তো কম পুঁজিতে এই কাজ করতে পারেন ৷ মাশরুম চাষের জন্য কেউ যদি তাঁর কাছে সহযোগিতা চান তিনি সবসময় সহযোগিতা করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ৷