উপস্থিত ছিলেন মাটিগাড়ার বিডিও শ্রীবাস বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভোলা ঘোষ, সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অভিজিৎ পাল, সদস্যা গৌরী দে, ব্লক লাইফ ডেভেলপমেন্ট অফিসার (বিএলডিও) ডাঃ বাপন আরস প্রমুখ। এছাড়া, দফতরের কর্মী-আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন ঃ ‘আসে পঙ্গু হয়ে, যায় দৌড়িয়ে’ হাসপাতালের ট্যাগলাইন, কীসের হাসপাতাল? জেনে নিন
advertisement
বিডিও বলেন, ‘রাস্তায় প্রায়ই বিভিন্ন প্রাণীকে দুর্ঘটনার কবলে পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকে তাদের চিকিৎসা করা ছাড়াও বাড়িতে গিয়ে গৃহপালিত পশুদের চিকিৎসা করারও উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি জানান, ‘ব্লকের সব জায়গায় মাসের ৪টি রবিবার এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছাড়া মাসের বাকি দিনগুলিতে এই পরিষেবা দেওয়া হবে।’
ব্লকের তরফে প্রাণীসম্পদ দফতরকে প্রস্তাব দেওয়া হয়েছে সাতদিন ২৪ ঘণ্টা এই পরিষেবা দেওয়ার জন্য। বিডিওর সংযোজন, ‘এখন কেউ পরিষেবা নিতে চাইলে ১৯৬২ নম্বরে ফোন করতে হবে তাঁকে।’
আরও পড়ুন ঃ হারিয়ে যাওয়া টোটো জনজাতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে ডাক বিভাগের বিশেষ উদ্যোগ!
বিএলডিও ডাঃ বাপন আরস জানিয়েছেন, সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা পরিষেবা দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত মাসে ২৪ দিন পরিষেবা দেওয়া হবে। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন সলকাভিটায় শিবির করে গবাদি পশুর চিকিৎসা করা হয়।
অনির্বাণ রায়