TRENDING:

Siliguri News: ভ্রাম্যমাণ পশু চিকিৎসালয়! এক ফোনেই পৌঁছে যাবে আপনার বাড়িতে

Last Updated:

পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ দফতরের তরফে মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সৌজন্যে মাটিগাড়া বিডিও কার্যালয় চত্বরে ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয়ের আনুষ্ঠানিক সূচনা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : রাস্তায় মাঝে মধ্যেই গোরু, কুকুরকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এবার তাদের জন্য ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয়ের উদ্বোধন করা হল এদিন। এদিন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ দফতরের তরফে মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সৌজন্যে মাটিগাড়া বিডিও কার্যালয় চত্বরে ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয়ের আনুষ্ঠানিক সূচনা হয়।
advertisement

উপস্থিত ছিলেন মাটিগাড়ার বিডিও শ্রীবাস বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভোলা ঘোষ, সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অভিজিৎ পাল, সদস্যা গৌরী দে, ব্লক লাইফ ডেভেলপমেন্ট অফিসার (বিএলডিও) ডাঃ বাপন আরস প্রমুখ। এছাড়া, দফতরের কর্মী-আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন ঃ  ‘আসে পঙ্গু হয়ে, ‌যায় দৌড়িয়ে’ হাসপাতালের ট্যাগলাইন, কীসের হাসপাতাল? জেনে নিন

advertisement

বিডিও বলেন, ‘রাস্তায় প্রায়ই বিভিন্ন প্রাণীকে দুর্ঘটনার কবলে পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকে তাদের চিকিৎসা করা ছাড়াও বাড়িতে গিয়ে গৃহপালিত পশুদের চিকিৎসা করারও উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি জানান, ‘ব্লকের সব জায়গায় মাসের ৪টি রবিবার এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছাড়া মাসের বাকি দিনগুলিতে এই পরিষেবা দেওয়া হবে।’

View More

ব্লকের তরফে প্রাণীসম্পদ দফতরকে প্রস্তাব দেওয়া হয়েছে সাতদিন ২৪ ঘণ্টা এই পরিষেবা দেওয়ার জন্য। বিডিওর সংযোজন, ‘এখন কেউ পরিষেবা নিতে চাইলে ১৯৬২ নম্বরে ফোন করতে হবে তাঁকে।’

advertisement

আরও পড়ুন ঃ হারিয়ে যাওয়া টোটো জনজাতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে ডাক বিভাগের বিশেষ উদ্যোগ!

 বিএলডিও ডাঃ বাপন আরস জানিয়েছেন, সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা পরিষেবা দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত মাসে ২৪ দিন পরিষেবা দেওয়া হবে। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন সলকাভিটায় শিবির করে গবাদি পশুর চিকিৎসা করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ভ্রাম্যমাণ পশু চিকিৎসালয়! এক ফোনেই পৌঁছে যাবে আপনার বাড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল