Siliguri News: 'আসে পঙ্গু হয়ে, ‌যায় দৌড়িয়ে' হাসপাতালের ট্যাগলাইন, কীসের হাসপাতাল? জেনে নিন

Last Updated:

দীর্ঘ ৬০ বছর ধরে সুনীল সাইকেল মেরামতের কাজ করে আসছেন। শিলিগুড়ির সূর্য সেন কলেজের পাশেই চলছে এই হাসপাতাল।

+
title=

শিলিগুড়ি: সুপার স্পেশালিটি হাসপাতাল, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল এসবই আপনারা জানেন। কিন্ত সাইকেলেরও হাসপাতাল হতে পারে এটা কখনও ভেবে দেখেছেন? অবাক হবেন না, ব্যাপারটা একেবারেই সত্যি। সৌজন্যে শিলিগুড়ি বাসিন্দা সুনীল দাস। এই সাইকেল হাসপাতালের চিকিৎসকও তিনি, আবার মালিকও তিনি। আর রোগীর সংখ্যাও নেহাত কম নয়। কম হবেই বা কেন? অসম্ভব মার্কেটিং পলিসির দক্ষতা যে সুনীল বাবুর রয়েছে সেটা হাসপাতালের ট্যাগলাইন দেখলেই বোঝা যায়। নিজের পেসেন্ট থুড়ি সাইকেল সম্পর্কে লিখেছেন ‘আসে পঙ্গু হয়ে, যায় দৌড়িয়ে।’
আসতে যেতে অনেকেই দেখছেন ব্যাপারটা। হাসপাতালের পাশে দাঁড়িয়ে সেলফিও উঠছে দেদার। শিলিগুড়ির সূর্য সেন কলেজের পাশেই চলছে এই হাসপাতাল। এখানেই পরিবার নিয়ে থাকেন সুনীল।
আরও পড়ুনঃ শিলিগুড়ির আইটি পার্কে রমরমিয়ে চলছে এই ব্যবসা, পুলিশের হানায় গ্রেফতার একাধিক
দীর্ঘ ৬০ বছর ধরে সুনীল সাইকেল মেরামতের কাজ করে আসছেন। নিজের দাদার কাছ থেকে সাইকেল মেরামতির কাজ শেখা। তারপর বিভিন্ন জায়গায় কাজও করেছেন সুনীল। শেষে নিজের বাড়িতেই এই সাইকেল হাসপাতাল খুলে বসেন তিনি।
advertisement
advertisement
কিন্তু এমন একটা ভাবনা মাথায় এলো কী করে? জবাবে সুনীল বলেন, “আমি আগে হিলকার্ট রোডের একটা সাইকেলের দোকানে কাজ করতাম। সেই দোকানটার নাম ছিল শিলিগুড়ি সাইকেল স্টোর। এরপর আমি যখন ব্যবসা শুরু করলাম, মনে হল একটু অন্য রকম নাম দিলে কেমন হয়! অনেক ভেবে মাথায় এল, মানুষের শরীর খারাপ হলে হাসপাতালে যেতে হয়। তাহলে সাইকেলেরও সেখানেই যাওয়া উচিত। আর সেই ভাবনা থেকেই হল হাসপাতালের গোড়া পত্তন।”
advertisement
আরও পড়ুনঃ পড়ুয়াদের সুবিধার্থে পৃথক ওয়েবসাইট চালু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, এবার সব জানা যাবে এক ক্লিকে
সে না হয় হল, কিন্তু হাসপাতালের ‘সাকসেস রেট’ কেমন? জবাব, ১০০ শতাংশ। সাইকেলে যাই হোক না কেন একবার হাসপাতালে এলে সুস্থ না হয়ে উপায় নেই!
সুনিলবাবু জানান, “ইদানিং বাইক টোটোর দৌরাত্ম্য বেশি হওয়ায় সাইকেল ব্যবহারকারীদের সংখ্যা কমেছে। তাই কিছুটা হলেও ব্যবসা এখন ফিকে। তবে এই দোকান করেই ছোট সংসার দেখতে চলছে তার।”
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: 'আসে পঙ্গু হয়ে, ‌যায় দৌড়িয়ে' হাসপাতালের ট্যাগলাইন, কীসের হাসপাতাল? জেনে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement