Siliguri News: শিলিগুড়ির আইটি পার্কে রমরমিয়ে চলছে এই ব্যবসা, পুলিশের হানায় গ্রেফতার একাধিক
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
ফের শিলিগুড়িতে হদিস মিলল অবৈধ কলসেন্টারের। গোপন সূত্রের খবর পেয়ে শিলিগুড়ির মাটিগাড়ায় আইটি পার্কে অবৈধ কলসেন্টারে হানা দিয়ে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শিলিগুড়ি: ফের শিলিগুড়িতে অবৈধ কলসেন্টারের হদিস মিলল। শিলিগুড়ির মাটিগাড়ায় আইটি পার্কে অবৈধ কলসেন্টারে হানা পুলিশের।বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসওজি ও সাইবার ক্রাইম থানার আধিকারিকদের নিয়ে আইটি পার্কে হানা দেয় মাটিগাড়া থানার পুলিশ। এখনও পর্যন্ত সেখানে তিনটি অবৈধ কলসেন্টারের খোঁজ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। কলসেন্টারগুলি থেকে বিভিন্ন নথি পাওয়া গিয়েছে। যার মাধ্যমে জানা গিয়েছে, এখান থেকে বিদেশে ফোন করে মানুষদের প্রতারিত করার পাশাপাশি চাকরি এবং স্বাস্থ্য সক্রান্ত বীমার নামে সাধারণ মানুষদের কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা হাতানো হতো।
প্রসঙ্গত, এর আগেও আইটি পার্কে অবৈধ কলসেন্টারে হানা দিয়েছে সিআইডি। ধরা পড়েছিল বেশ কয়েকজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে কলকাতা, সল্টলেক, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর এইরকম শহর গুলিতে কল সেন্টারের অনেক অফিস রয়েছে।
আরও পড়ুন ঃ এ যেন এক অদ্ভুত টোটো! শিলিগুড়ির ঘটনা জানলে অবাক হবেন
এর মধ্যে ভুয়ো অফিসগুলিতে নানান আর্থিক প্রলোভন দেখিয়ে তরুন তরুণীদের কাজে ঢোকানো হয়। নিয়ে তারপর চলতে থাকে প্রতারণা।বিশেষ করে বিদেশী নাগরিকদের টার্গেট করা হয়, কারন তাতে পুলিশে অভিযোগ দায়েরের সম্ভাবনা কম থাকে।
advertisement
advertisement
কয়েক মাস আগে শিলিগুড়ি আইটি পার্কে আরেকটি অবৈধ কল সেন্টারে হানা দিয়েছিলেন সিআইডি কর্তারা। সেই সময় কল সেন্টারটি থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। কিন্তু এরপরও সেখানে কীভাবে অবৈধ কলসেন্টার চলছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ওই অবৈধ কলসেন্টারগুলিতে পুলিশের অভিযান চলেছে। আরও কোথাও এমন অবৈধ কল সেন্টার রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 11, 2023 7:07 PM IST










