Siliguri News: পড়ুয়াদের সুবিধার্থে পৃথক ওয়েবসাইট চালু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, এবার সব জানা যাবে এক ক্লিকে

Last Updated:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবপেজের এই নতুন সাবডোমেনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সহজেই পেতে পারবে।

+
title=

শিলিগুড়ি : বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধার জন্য এবার পৃথক পরীক্ষার ওয়েবপেজ চালু করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি ওই ওয়েবপেজের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ওই ওয়েবপেজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সমস্ত পড়ুয়ারা পরীক্ষার রুটিন থেকে শুরু করে পরীক্ষার যাবতীয় তথ্য সহজেই হাতের কাছে পেয়ে যাবে। পাশাপাশি থাকবে আগের বছরের প্রশ্নপত্র, পরীক্ষার ফল, এডমিট কার্ড থেকে যাবতীয় তথ্য। এই ওয়েবপেজ আগামীতে পড়ুয়াদের তথ্য সংগ্রহে পড়ুয়াদের সুবিধা দেবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, এর আগে ওয়েবপেজে এত তথ্য ছড়িয়ে ছিটিয়ে ছিল। এখন শিক্ষার্থী এবং অভিভাবকরা নতুন ওয়েবপেজের মাধ্যমে এটি সহজেই বুঝতে পারবেন। এই ওয়েবপেজটি ভবিষ্যতে শিলিগুড়ির শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে সহায়তা করবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। যখন একজন শিক্ষার্থী সেই উইন্ডোতে ক্লিক করবে, তখন সে জানতে পারবে যে সেই নির্দিষ্ট কলেজটি কী কোর্স অফার করছে।
advertisement
আরও পড়ুনঃ ১৮-এর তরুনীর পেট থেকে বেরোল ১৭ কেজির টিউমার!
এই নতুন সমন্বিত ওয়েবপেজের মাধ্যমে শিক্ষার্থীরা এক ছাতার নিচে বিভিন্ন ডিগ্রি প্রোগ্রাম বুঝতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর (ভিসি)রথীন ব্যানার্জি, “NBU এর প্রধান ওয়েবসাইট হল nbu.ac.in। শিক্ষার্থীরা আগে এই ওয়েবপেজটি থেকে পরীক্ষা সম্পর্কে তথ্য পেতে সক্ষম হয়েছিল। কিন্তু এখন এটির একটি সাবডোমেন রয়েছে যা তাদের কোনো ঝামেলা ছাড়াই সরাসরি ওয়েবপেজটিতে নিয়ে যাবে”।
advertisement
advertisement
এছাড়াও তিনি বলেন, “ওয়েবপেজের এই নতুন সাবডোমেনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সহজেই পেতে পারবে। প্রযুক্তির এই যুগে, আমরা যদি প্রযুক্তিকেন্দ্রিক একীকরণ করি তবে এটি শিক্ষার্থীদের জন্য সর্বদা উপকারী হবে। এই নতুন ওয়েবপেজটি পরীক্ষার রুটিন সম্পর্কিত সমস্ত বিবরণ দেখাবে।”
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পড়ুয়াদের সুবিধার্থে পৃথক ওয়েবসাইট চালু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, এবার সব জানা যাবে এক ক্লিকে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement