Siliguri News: হারিয়ে যাওয়া টোটো জনজাতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে ডাক বিভাগের বিশেষ উদ্যোগ!
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
হারিয়ে যাওয়া টোটো জনজাতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে ডাক বিভাগের বিশেষ উদ্যোগ! টোটো জনজাতির ওপরে পোস্টাল কভার রিলিজ করলো ভারতীয় ডাক বিভাগ।
শিলিগুড়ি : ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে হারিয়ে যাওয়ার টোটো জনজাতির উপরে কোস্টাল কভার উন্মোচন হল শিলিগুড়ি প্রধান ডাকঘরে। মাদারিহাটের একটি ছোট্ট গ্রাম টোটোপাড়া। হারিয়ে যাওয়া এই জনজাতিকে চিরতরে বাঁধিয়ে রাখার প্রচেষ্টায় তথা বিশ্ব দরবারে তুলে ধরতে ডাক বিভাগের বিশেষ উদ্যোগ। শিলিগুড়ি প্রধান পোস্ট অফিসের কার্যালয়ে পদ্মশ্রী ধনীরাম টোটোর হাত দিয়ে এই পোস্টাল কাভার উন্মোচন করা হয়।
প্রসঙ্গত, পৃথিবীর আদিম জনজাতি এই টোটো সম্প্রদায়। পাশাপাশি ভারতের অতি ক্ষুদ্র জনগোষ্ঠী। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার উত্তর প্রান্তে ভুটান সীমান্তে তোর্ষা নদীর ধারে টোটোপাড়া গ্রামে এঁদের বাস। টোটোরা তাঁদের এই গ্রামের বাইরে অন্য কোথাও বাস করেন না।
আরও পড়ুন ঃ শিলিগুড়ির আইটি পার্কে রমরমিয়ে চলছে এই ব্যবসা, পুলিশের হানায় গ্রেফতার একাধিক
গত শতাব্দীর মাঝামাঝি একটি সমীক্ষায় দেখা যায়, টোটো উপজাতি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। বর্তমানে তাঁদের সংখ্যা এখন মাত্র ১৬০০। তাই হারিয়ে যাওয়া জনজাতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে তথা তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ডাক বিভাগের এই বিশেষ উদ্যোগ বলে জানালেন পোস্টমাস্টার জেনারেল, কর্নেল অখিলেশ কুমার পান্ডে।
advertisement
advertisement
তিনি আরো জানান, “ফিলাটেলিক বিউরোর এটি একটি অংশ। টোটো জনজাতির উপরে পোস্টাল কভারে যে ছবি রয়েছে তার টোটো সম্প্রদায়ের লোকেদেরই ছবি। সারা দেশ জুড়ে ফিলাটেলিক মিউজিয়ামে স্থান পাবে এই কভার।”
আরও পড়ুন ঃ ‘আসে পঙ্গু হয়ে, যায় দৌড়িয়ে’ হাসপাতালের ট্যাগলাইন, কীসের হাসপাতাল? জেনে নিন
অন্যদিকে পদ্মশ্রী ধনীরাম টোটো জানিয়েছেন, “ডাক বিভাগের এই বিশেষ উদ্যোগে আমরা ভীষণ খুশি। এভাবে আমাদের সংস্কৃতি সবার মধ্যে ছড়িয়ে পড়বে। আরো মানুষ আমাদের জানতে পারবে। আমাদের জনজাতির লোক মাত্র কিছু সংখ্যক বেঁচে রয়েছে। এই উদ্যোগ তাদের আরো অনুপ্রাণিত করবে।”
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2023 5:09 PM IST